Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

বিয়ে করলেন রাফসান-জেফার রহমান

বিয়ে করলেন রাফসান-জেফার রহমান
বিয়ে সম্পন্ন রাফসান-জেফারের। ছবি: ফেসবুক থেকে

নতুন পথচলায় দোয়া চেয়েছে নবদম্পতি

বিয়ে করলেন বিয়ে করলেন রাফসান-জেফার রহমান ।  শোবিজ অঙ্গনে বহুল আলোচিত এই সম্পর্কটি বুধবার আনুষ্ঠানিক পরিণয় হয়েছে।  বুধবার ফেসবুকে এক পোস্টে বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি জানান দেন রাফসান।  তবে তার ঘনিষ্ঠসূত্র জানাচ্ছিল, সকালে গায়ে হলুদ ও সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল।  কিন্তু দুপুরেই বিয়ের বিষয়টি জানিয়ে দেন রাফসান।

বিয়ে করলেন রাফসান-জেফার
ছবি: রাফসান-জেফার, ফেসবুক থেকে সংগৃহীত

বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে রাফসান বলেন, ‘আমাদের বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা আমাদের যাত্রা শুরু করলাম।  একই সঙ্গে এই যাত্রায় আপনাদের আশীর্বাদ কামনা করছি আমরা। আজ, আমরা আমাদের জীবনকে একত্রিত করছি এবং এক সঙ্গে একটি সুন্দর অধ্যায়ে পা রাখছি।’

এর আগে ঘরোয়া আয়োজনে ছোট করে তাদের গায়ে হলুদও অনুষ্ঠিত হয়।

অভিনন্দনের বন্যায় ভাসছে নবদম্পতি

সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি। সহকর্মী, পরিচিত মুখ এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের আবেগঘন মন্তব্যটি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। সাফা কবির লিখেছেন, ‘দৃশ্যটি কী যে চমৎকার! আমি চোখ ফেরাতে পারছি না। আনন্দে আমার বুক ভরে উঠছে, চোখ যেন খুশির অশ্রুতে ভরে উঠেছে। এই দুই সুন্দর মানুষ যখন এক হতে যাচ্ছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকুক। আল্লাহ আপনাদের জীবন সীমাহীন ভালোবাসা আর নিয়ামতে ভরিয়ে দিন।’

বিয়ে করলেন রাফসান-জেফার

ছবি: সংগৃহীত

রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় ইভেন্ট ও শো উপস্থাপনা করে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তার উপস্থাপনা দর্শকের কাছে বরাবরই প্রশংসিত। অন্যদিকে, জেফার রহমান তার গায়কী ও স্টাইলিশ ফ্যাশন সেন্স দিয়ে তরুণ প্রজন্মের মনে জায়গা করে নিয়েছেন। সংগীতের পাশাপাশি তার ব্যক্তিত্বও আলাদা করে নজর কাড়ে। দুই ভিন্ন জগতের দুই সফল মানুষের এই নতুন পথচলা বিনোদন অঙ্গনে যোগ করেছে নতুন এক মাত্রা

বিয়ে করলেন রাফসান-জেফার
বিয়ে করলেন রাফসান-জেফার রহমান , ছবি: সংগৃহীত

রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছরখানেক আগে। মূলত রাফসানের প্রথম সংসার ভাঙার পেছনে জেফারের হাত আছে, সোশ্যাল মিডিয়ায় এমন কথা শোনা যায়।  গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায়।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট

রাফসানের সাবেক স্ত্রী কোথায়? কী করছেন? জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা-অভিনেত্রী জেফার রহমানের বিয়ের…
আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট

জেফারকে বিয়ের অনুভূতি জানিয়েছেন রাফসান

জেফার ও রাফসানের বিয়ে অনেক জল্পনা-কল্পনার পর আজ বুধবার বিয়ে করেছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব।…
জেফারকে বিয়ের অনুভূতি জানিয়েছেন
0
Share