রায়হান রাফী নির্মিত ‘তুফান’ ছবির গান
দেশের সিনেমার দুটি গান ভিউয়ের হিসাবে রেকর্ড গড়েছে। ইউটিউবে ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি ভিউয়ের মাইলফলক অর্জন করেছে গান দুটি। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’ গান দুটি এই মাইলফলক অর্জন করে। ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে বাংলা সিনেমার গান যা এর আগে কখনো হয়নি।
শাকিব খান অভিনীত এই সিনেমার প্রথম গান ‘লাগে উরাধুরা’ গত বছরের ২৮ মে ইউটিউবে প্রকাশিত হয়। গানটির কোরাস অংশ লিখেছেন শরীফ উদ্দিন। বাকি গানটি লিখেছেন রাসেল মাহমুদ, প্রীতম হাসান করেছেন সুর ও সংগীত। গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা।

১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে যেভাবে
চরকি ও এসবিএফের ইউটিউব চ্যানেল মিলিয়ে এ গানের ভিউ ৪৪ কোটি ৯৫ লাখের বেশি। এর মাঝে চরকির ইউটিউবে দেখা হয়েছে ৩৩ কোটি ৬৯ লাখ ৪০ হাজারের বেশি আর এসবিএফে ভিউ ছাড়িয়েছে ১১ কোটি ২৬ লাখ ৩১ হাজারের বেশি।

এ ছবির আরেকটি গান ‘দুষ্টু কোকিল’ গত বছরের ২০ জুন অফিশিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন। গানটির গীতিকার ও সুরকার আকাশ সেন। চরকি ও এসবিএফের ইউটিউব চ্যানেল মিলিয়ে এ গানের ভিউ ৫০ কোটির বেশি। এর মাঝে চরকির ইউটিউবে গানটি দেখা হয়েছে ৩৯ কোটি ৯১ লাখ ৪৮ হাজার বারের বেশি আর এসবিএফ ইউটিউবে ১৬ কোটি ৪০ লাখ বারের বেশি।
গান দুটি প্রকাশের সাথে সাথেই জনপ্রিয়তা পেয়ে যায়। দেশ-বিদেশের কয়েক শ ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর গানগুলোর আলোচনায় মেতে উঠেন। এছাড়া গান দুটিতে মন্তব্য জমা হয়েছে লাখের বেশি।
এই মাইলফলক অর্জন নিয়ে সংগীতশিল্পী কনা বলেন, ‘অবশ্যই অনেক অনেক ভালো লাগার খবর। গানটি নিয়ে মানুষের এত এত ভালোবাসা পেয়েছি, তা বলে শেষ করা যাবে না। মঞ্চে যখন পারফর্ম করি, দর্শকের মাঝে এত উচ্ছ্বাস দেখি, অনেক ভালো লাগে। যদিও ভিউয়ের জন্য গান করি না, তবে ভিউকে অস্বীকার করার সুযোগও নেই। মানুষ ভালোবাসে বলেই ভিউ হয়।‘

এ বছরের জুলাইয়ে ইউটিউবে ৫০ কোটি ভিউ পার করে ‘দুষ্টু কোকিল’ গান। এত কম সময়ে ইউটিউবে দেশের সিনেমার কোনো গানের এটি নতুন রেকর্ড।
গান ছাড়াও ‘তুফান’ যা অর্জন করেছে
তবে কেবল গান দিয়েই নয় সিনেমা হিসেবেও বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে ‘তুফান’। তুফানের হাত ধরেই বাংলা কমার্শিয়াল সিনেমার বাজার এখন উঠতির দিকে। ১০০ কোটির মাইলফলকে উচ্ছ্বসিত নির্মাতা রায়হান রাফীও। দেশের এক গণমাধ্যমকে তিনি জানান, ‘“তুফান” সিনেমার পর বাংলাদেশের সিনেমার একটা জোয়ার অব্যাহত আছে। মানুষ হলে যাচ্ছে। নতুন নতুন প্রযোজকেরা ইন্ডাস্ট্রিতে আসছেন। এ জোয়ার অব্যাহত থাকুক।’
গত বছরের ১৭ জুন পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান-মাসুমা রহমান নাবিলা অভিনীত ‘তুফান’। আদনান আদিব খান, রায়হান রাফীর গল্পে, আদনান আদিব খানের চিত্রনাট্যে ‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দেখা যায় দ্বৈত চরিত্রে। তুফানে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তীও। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ছিলো ভারতের এসভিএফ।