ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম
২০২৬ সালের জানুয়ারীতে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)–এর ৫৫তম আসর। এই রটারড্যাম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমা অংশ নিচ্ছে যা দেশের সিনেমার জন্য এক বিশাল খবর।
রইদ

রটারড্যাম উৎসবের ‘টাইগার কম্পিটিশন’ বিভাগে স্থান পেয়েছে ‘রইদ’। সেখানেই প্রিমিয়ার হবে ছবিটির। সিনেমাটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। এটি তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এর আগে তিনি জনপ্রিয় ও পুরস্কৃত সিনেমা ‘হাওয়া’ নির্মাণ করেছিলেন। বাংলাদেশ থেকে এই প্রথম কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ,”টাইগার কম্পিটিশন” এ আমন্ত্রিত হলো।
ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
দেলুপি

এবারের রটারড্যাম চলচ্চিত্র উৎসবের ‘ব্রাইট ফিউচার’ ক্যাটাগরিতে লড়বে ‘দেলুপি’। এই বিভাগেই ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হবে চলচ্চিত্রটির। সিনেমাটি নিমার্ণ করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম।
খুলনার দেলুটি ইউনিয়নের মানুষ ও তাদের জীবনের বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত ‘দেলুপি। সিনেমাতে উঠে এসেছে দেশের প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম, এবং এই সময়ের রাজনৈতিক বাস্তবতা। এ বছরের ৭ নভেম্বর খুলনায় মুক্তি পায় সিনেমাটি।
ব্রাইট ফিউচার ক্যাটাগরি:
চলচ্চিত্র নির্মাতাদের তৈরি প্রথম ও দ্বিতীয় সিনেমা এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।
রটারড্যাম চলচ্চিত্র উৎসবে ‘মাস্টার’

রেজওয়ান শাহরিয়ার সুমিতের নির্মিত সিনেমা ‘মাস্টার’। সিনেমাটি লড়বে রটারড্যাম চলচ্চিত্র উৎসবের ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে। ‘মাস্টার’ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
এটি একটি রাজনৈতিক থ্রিলার। এর প্রেক্ষাপট রাজনীতি ও নির্বাচন। সিনেমাটি নিয়ে পরিচালক বলেন, ছবির গল্প প্রসঙ্গে রেজওয়ান শাহরিয়ার জানান, সময়ের প্রয়োজনে একজন শিক্ষকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তৈরি হয় নানা সংকট। নির্বাচনে তার পেছনে যারা সময়, শ্রম ও অর্থ ব্যয় করে, পরবর্তী সময়ে তাদের প্রায় সবাই শিক্ষকের কাছে অন্যায্য সাহায্য প্রত্যাশা করে। সেই সাহায্যপ্রত্যাশীদের এড়িয়ে যাওয়াও সম্ভব হয় না, আবার নিজের ব্যক্তিত্ব ও বিবেক তাকে বাধাগ্রস্তও করে। এই দ্বন্দ্ব তাকে পরিণত করে ভিন্ন এক মানুষে।‘
রটারড্যাম উৎসবটি ২০২৬ সালের ২৯ জানুয়ারী শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি শেষ হবে।
রটারড্যাম চলচ্চিত্র উৎসব
আইএফএফআর অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম, নেদারল্যান্ডভিত্তিক একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। স্বাধীন এবং পরীক্ষামূলক চলচ্চিত্রগুলোই এই উৎসবের প্রধান বিষয়। এই উৎসবটি প্রথম ১৯৭২ সালের জুন মাসে অনুষ্ঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন এর প্রতিষ্ঠাতা হুব বালস।