রাফসানের সাবেক স্ত্রী কোথায়? কী করছেন?
জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা-অভিনেত্রী জেফার রহমানের বিয়ের খবরে সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর অনেকের মনে প্রশ্ন রাফসানের সাবেক স্ত্রী সানিয়া এশা এখন কোথায়, কী করছেন তিনি?
ভালোবাসার সম্পর্ক থেকেই ২০২০ সালে চিকিৎসক সানিয়া সুলতানা এশাকে বিয়ে করেন রাফসান। তবে টানা প্রায় তিন বছর একসঙ্গে কাটানোর পর ২০২৩ সালের নভেম্বরে দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের খবর সামনে আসার পর বিষয়টি ঘিরে নানা জল্পনা ও আলোচনা চলতে থাকে। যা সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

কসমেটিক মেডিসিনে নিজের ক্যারিয়ার গড়েছেন এশা। বর্তমানে তিনি আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘এস্তে এসথেটিক হাসপাতাল’-এ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত বছরের ৩১ ডিসেম্বর দীর্ঘ আড়াই বছরের সফল পেশাগত অভিজ্ঞতা শেষে এসথেটিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে নতুন করে কর্মজীবন শুরু করেন এশা। এই অর্জনের কথা তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে সানিয়া এশা লেখেন, এস্তে এসথেটিক হাসপাতালে এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত এবং সুযোগটির জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।