কিংবদন্তী কথাসাহিত্যিক, বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ (১৩ নভেম্বর)। নানা আয়োজনে পালিত হচ্ছে তার জন্মদিনটি।
প্রতি বছর এদিন রাত ১২টা ১ মিনিটে প্রিয়জনদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন হুমায়ূন আহমেদ। সকাল হলে ভক্তরা তাদের প্রিয় লেখককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেন। দিনব্যাপী নানা আয়োজনে পালিত হতো তার জন্মদিন। তিনি চলে যাওয়ার পরও তার ভক্তরা ভুলে যাননি তাকে। এবারও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি।
বিশেষ এ দিনে চ্যানেল আইতে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র প্রচারিত হবে। ছবিগুলো হচ্ছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘আমার আছে জল’।
এদিকে প্রতিবারের মতো এবারও তার জন্মস্থান নেত্রকোনায় পালিত হচ্ছে ‘হিমু উৎসব’। নেত্রকোনার তারুণ্যনির্ভর সংগঠন হিমু পাঠক আড্ডার আয়োজনে হিমু উৎসবে মেতে উঠেছে জেলা শহর। এই আয়োজন শুরু হয়েছে সকাল ১১টায়। হিমু-রূপা সেজে বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সামাজিক, সাংস্কৃতিকদের সঙ্গে নিয়ে শোভাযাত্রা বের হয়। পরবর্তী আয়োজনে আরও রয়েছে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারও হুমায়ূন স্মৃতিবিজড়িত নুহাশপল্লীতে হুমায়ূন-ভক্তরা প্রিয় লেখকের কবর জিয়ারত করছেন। পাশাপাশি সেখানে রয়েছে মিলাদ ও দোয়ার মাহফিল। হুমায়ূন-ভক্তদের সংগঠন হিমু পরিবহনের আয়োজনেও রয়েছে পদযাত্রা, হুমায়ূনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা।
এছাড়াও হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে নাট্যসংগঠন ‘বহুবচন’ উদ্যোগ নিয়েছে বিশেষ নাটক মঞ্চায়নের। জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়ন হবে এ দলের ২৫তম প্রযোজনা ‘আমি এবং আমরা’। নাটকটি নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘আমি এবং আমরা’ অবলম্বনে। যা নাট্যরূপ দিয়েছেন মনু মাসুদ এবং নির্দেশনা দিয়েছেন আরহাম আলো।
চ্যানেল আই টেলিভিশন চ্যানেলের মত এই সাহিত্যিকের জন্মদিন উপলক্ষে অন্যান্য চ্যানেলগুলোতেও রয়েছে নানান আয়োজন। যার মাঝে বাংলাভিশনে প্রচার করা হবে ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। এখানে অতিথি হিসেবে থাকবেন অভিনেতা ও ডাক্তার এজাজুল ইসলাম।
হুমায়ূন আহমেদ একাধারে ছিলেন ঔপন্যাসিক, ছোট গল্পকার, গীতিকার, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। একারণেই পশ্চিম বাংলার সফল লেখক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘হুমায়ূন আহমেদ তুল্য গদ্যকার সাহিত্যে বিরল। তিন শতাধিক গ্রন্থের রচয়িতা তিনি। মিশির আলী, হিমু চরিত্র সৃষ্টি করেছেন, আধুনিক বৈজ্ঞানিক কল্পকাহিনীর রচয়িতা।’
উল্লেখ্য, স্বাধীনতা-উত্তর বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কথাশিল্পী হুমায়ূন আহমেদ ক্যান্সার আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।