১০ বছর পর দেব-শুভশ্রীর পুনর্মিলন
১০ বছর পর দেব-শুভশ্রীর পুনর্মিলন । দীর্ঘ সময় পর এই জুটির দেখা দর্শকদের আবেগকে ছুঁয়ে গেছে, নস্টালজিয়া ও উচ্ছ্বাসের মধ্যে ভেসেছে সোশ্যাল মিডিয়া। ফ্যানরা এই বিশেষ মুহূর্তের প্রতীক্ষায় ছিল বছর জুড়ে। নাচে-গানে আড্ডায় সবাইকে মাতিয়ে তোলেন এই তারকা জুটি।
আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। সেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সব মান-অভিমান ভুলে একসঙ্গে উপস্থিত হন দেব-শুভশ্রী।
প্রাথমিক কিছু প্রশ্নের পরেই যখন রোহন দেব এবং শুভশ্রীকে বলেন, কবে তারা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করবেন? প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, কে ব্লক করেছিল?
শুভশ্রীর কথায় হাত দিয়ে মুখ ঢাকেন দেব। তার পরেই শুভশ্রী হাতে ফোন নিয়ে দেবকে ফলো করেন, তারপর দেবও শুভশ্রীকে ফলো করেন। এর পরই উপস্থিত সবার আবদার মেনে একটি সেলফিও তোলেন তারা। কিন্তু এখানেই শেষ নয়।
দেবের সঙ্গে সেই তোলা সেলফি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন শুভশ্রী।
৪ আগস্ট রাতে মঞ্চে তোলা সেই সেলফি পোস্ট করে শুভশ্রী লেখেন, এমনি! যে এমনি শব্দটি নিয়ে এত দিন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছিল, সেই ‘এমনি’ পোস্ট এবার করলেন স্বয়ং শুভশ্রী। এরপর শুভশ্রীর ছবি শেয়ার করে দেব লেখেন, ‘হুমম’।
বিগত কয়েক মাসে দেবের প্রত্যেক ছবির ক্যাপশনে লেখা থাকত, ‘এমনি’।
যেহেতু এই এমনি শব্দটি ‘চ্যালেঞ্জ’ সিনেমার একটি ডায়লগের অংশ তাই খুব স্বাভাবিকভাবেই অনেকেই মনে করেছিলেন এই ক্যাপশন দেব এমনিই দেন, তবে এমনি এমনি যে দেন না, শুভশ্রীকে মনে করেই দেন তা প্রায় নিশ্চিত।
কিন্তু এবার সেই ‘এমনি’ ক্যাপশন দিতে দেখা গেল শুভশ্রীকেই। আর ১০ বছর পর আবার রিইউনিয়ন হলো দুই বন্ধুর। এবার থেকে দেব শুভশ্রী শুধু প্রাক্তন নন, তাদের পরিচয় তারা খুব ভালো বন্ধু এবং খুব ভালো সহকর্মী।