Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান শাকিব খান

আসন্ন ঈদে আসছে শাকিব খানের বরবাদ। সেই সিনেমার প্রচারে প্রসারে শাকিব খান প্রায় আঁটসাঁট বেঁধে নেমেছেন।

গতকাল ইনস্টাগ্রামে নতুন লুকে ছবি প্রকাশ করেছেন শাকিব খান। ক্যাপশনে তিনি লেখেন, “আমি প্রতিযোগিতা করি না, শাসন করি।” এই কথায় শাকিবের ভক্তরা একমত প্রকাশ করছেন, তবে নেটিজেনদের মধ্যে অনেকেই মনে করছেন, এই বক্তব্য শুধু শাকিব খানেরই সাজে। কিছু মানুষ মন্তব্যটি ভালোভাবে নিতে পারেননি এবং কিছুজন ধারণা করছেন যে ঈদের সিনেমায় প্রতিযোগিতার সংকেত দেখে শাকিব খান এমন মন্তব্য করেছেন।

শাকিব খান তার পরবর্তী সিনেমা বরবাদ-এ ভয়ঙ্কর রূপে হাজির হচ্ছেন। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এই সিনেমায় শাকিব অভিনয় করেছেন একটি গ্যাংস্টার বাবার বখে যাওয়া সন্তানের চরিত্রে। তার চরিত্রটি এমন একজন, যে ভালোবাসার মানুষ নিতুকে পেতে পৃথিবী উল্টে দিতে প্রস্তুত। শাকিব এই সিনেমা নিয়ে আশাবাদী। তিনি বলেন, “আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশে আলোচনা হতো, এখন সারা বিশ্বের ফিল্ম ক্রিটিকরা আলোচনা করছেন। এর মানে হলো আমাদের সিনেমা এখন বিশ্বের মানুষের নজরে এসেছে। আমি সব সময় এটি চেয়েছিলাম। বরবাদ মুক্তির পর যাঁরাই সিনেমাটি দেখবেন, তারা এটি পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।”

সিনেমার পাশাপাশি শাকিব খান তার ব্যবসায়িক কাজেও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি, তার কসমেটিক্স ও স্কিন কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান বিএসটিআইয়ের “হালাল” সার্টিফিকেট পেয়েছে। এই উপলক্ষে গত রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ বিষয়ে সেখানে শাকিব খান বলেন, “বিএসটিআই ৩৪টি পণ্যের পরীক্ষা করে দেখেছে, আমদানিকৃত বেশিরভাগ পণ্যই ভেজাল ও নকল। সেখানে রিমার্ক-হারল্যান সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ এবং পরিশুদ্ধ পণ্যের পরিবেশন নিশ্চিত করছে। এই অর্জন শুধু রিমার্ক-এর নয়, এটি পুরো বাংলাদেশের অর্জন। রিমার্ক-হারল্যান বিশ্বাস করে পরিশুদ্ধতার প্রতি, এবং তাই তারা পণ্যের হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করছে। আমি বিশ্বাস করি, রিমার্ক-হারল্যান বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হিলের জুতা পড়তে ভয় পান মিথিলা   

তানজিয়া জামান মিথিলা ৭৪ তম মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সে সেরা…
হিলের জুতা পড়তে ভয় পান মিথিলা

স্মরণে সুরের ভুবনের নীরব জাদুকর আবু জাফর

গীতিকার ও সুরকার আবু জাফরের ১ম মৃত্যুবার্ষিকী অকালে চলে যাননি আবু জাফর। অনেকদিনই বেঁচে ছিলেন এই দেশে। আমাদের…
স্মরণে সুরের ভুবনের নীরব জাদুকর আবু জাফর

শাকিরার সঙ্গে মঞ্চে গাইলেন তার দুই ছেলে

মঞ্চে দুই ছেলেদের সঙ্গে আবেগঘন শাকিরা প্রথমবার দুই ছেলেকে নিয়ে মঞ্চ মাতালেন কলম্বিয়ান পপ সংগীতশিল্পী ও মডেল…
শাকিরার সঙ্গে গাইলেন দুই ছেলে
0
Share