পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে সালমান খান অভিনীত সিনেমা সিকান্দার । সিনেমায় ৫৯ বছর বয়সী সালমান জুটি বেঁধেছেন ২৮ বছর বয়সী রাশমিকা মান্দানার সঙ্গে। সিনেমার মুক্তির আগেই এই দুইজনের বয়সের ব্যবধান নিয়ে দর্শক মহলে চলছে নানান আলোচনা।
গত ২৩ মার্চ রোববার মুম্বাইয়ে অনুষ্ঠিত সিকান্দার সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, রাশমিকা মান্দানা ও সিনেমার অন্যান্য কলাকুশলীরা। উক্ত অনুষ্ঠানে সালমান নিজেই তাদের এই ৩১ বছর বয়সের ব্যবধান নিয়ে কথা বলেছেন।
সালমান ও রাশমিকা মঞ্চে উপস্থিত ছিলেন, এবং সেখানেই তিনি তার ও রাশমিকার বয়সের পার্থক্য নিয়ে ট্রলের প্রসঙ্গ তোলেন। সালমান বলেন, “লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে কথা বলছেন। তবে, যদি নায়িকার বা তার বাবা-মায়ের কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই? যখন তার বিয়ে হবে এবং তার মেয়ে হবে, তখন আমিও তাদের সঙ্গে কাজ করব। মায়ের অনুমতি তো পেয়েই যাব।”
সালমানের এসব মজার মন্তব্যে রাশমিকাকে লজ্জায় মুখ লুকাতে দেখা যায়।
এদিকে, গতকালই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত সিকান্দার সিনেমার ট্রেলার, যেখানে সালমানকে ‘লার্জার দ্যান লাইফ’ রূপে দেখা গেছে। অ্যাকশন-প্যাকড এই ছবির গল্পে মুম্বাইয়ের একটি অপরাধী চক্রকে ধ্বংস করার অভিযান দেখানো হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা এ আর মুরুগাদোস।