আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে মুক্তির আগেই নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে সেরার খেতাব জয়ী ঢালিউড অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ সিনেমাটি। প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টারও।
২ জুলাই সিনেমাটির পোস্টার শেয়ার করে নির্মাতা সৃজিত মুখার্জি জানিয়েছেন, চলতি বছরে ভারতের স্বাধীনতা জীবনে প্রেক্ষাগৃহে আসছে ‘পদাতিক’।
কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে নির্মিত এই বায়োপিকে নাম ভুমিকায় থাকছেন এপার বাংলার তুখোড় অভিনেতা চঞ্চল চৌধুরী। এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘মৃণাল সেনের চরিত্রে অভিনয় করাটা একটা দুঃসাহসিক ব্যাপার। এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয়। সেই সাহসটি আমার আছে কিনা এবং সেই সঙ্গে যোগ্যতা, আমার আছে কিনা সেটা বলার আগে, একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টা চিন্তা করলে আমার তো অবিশ্বাস্য লাগছে। তবুও দুঃসাহস নিয়ে, কাজের প্রতি একটা লোভ, স্বপ্ন থাকার কারণে এই কাজটি করা।’
উল্লেখ্য, এরই মধ্যে দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে ‘পদাতিক’ সিনেমার টিজার ও কণ্ঠশিল্পী সনু নিগমের সাথে আরিজিৎ সিংয়ের দ্বৈত গান ‘তু জিন্দা হ্যা’ গানটি।