Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

শিল্পকলায় নতুন নামে সাতটি মিলনায়তন

জাতীয় নাট্যশালা | ছবি: ফেসবুক

২৮ ডিসেম্বর থেকে নতুন নামে পরিচিত হতে যাচ্ছে শিল্পকলার সাতটি মিলনায়তন। 

এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের নামকরণ করা হয়েছে সেলিম আল দীন নাট্যালয়, স্টুডিও থিয়েটার হলের নামকরণ করা হয়েছে চন্দ্রাবতী নাট্যালয়। জাতীয় নাট্যশালা মিলনায়তনকে কবি আলাওল নাট্যালয় করা হবে। ২৮ ডিসেম্বর ২০২৪ থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হল নাটক মঞ্চায়নের জন্য উন্মুক্ত করা হবে।

এছাড়াও চারুকলা ভবন এবং সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের চারটি মিলনায়তনের নামও চূড়ান্ত করা কয়েছে। এর মধ্যে সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের একটি মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং মরমি সাধক শাহ আবদুল করিমের নামে। চারুকলা ভবনের মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে চিত্রশিল্পী এস এম সুলতান ও ভাস্কর নভেরা আহমেদের নামে।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ | ছবি: ফেসবুক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ঘটনাকে কেন্দ্র করে প্রদর্শিত স্ট্যান্ডআপ কমেডি অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে এসব তথ্য জানান একাডেমির মহাপরিচালক ড সৈয়দ জামিল আহমেদ। ওই দিন সন্ধ্যায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশিত হয় ‘জোকের রাজনীতি’। এতে রম্য পরিবেশনা উপস্থাপন করেন আখলাক সিদ্দিকী, শাওন মজুমদার, সৈয়দ রিদওয়ান হাসান, মেহেদী হাসান তরু ও সামি দোহা।

উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘শিল্পকলা একাডেমি সব সময় জনবান্ধব। আমরা গোঁয়ার্তুমি করে কিছু করতে চাই না, আমরা সবাইকে নিয়ে একটা জনবান্ধব পরিবেশ তৈরি করতে চাই। শুধু ঢাকায় নয়, জেলাগুলোতেও আমাদের অনুষ্ঠান চলছে। পোশাককর্মীদের জন্য আলোকচিত্র প্রশিক্ষণ থেকে শুরু করে সারা দেশে কনসার্ট, ব্যান্ড শো, যাত্রা উৎসব, সাধুমেলা, গণ-অভ্যুত্থানের গান, বাহাস, ভাস্কর্য প্রদর্শনী ও নানামাত্রিক অনুষ্ঠান হচ্ছে।’

১৮ ডিসেম্বর শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সভায় নতুন নামকরণ অনুমোদন করা হয়েছে। এ-সংক্রান্ত যেসব প্রক্রিয়া আছে তা সম্পন্ন করেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে শিল্পকলা একাডেমি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তথ্য উপদেষ্টার সাথে রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ…

বিপিএলে গাইতে কত নিচ্ছেন রাহাত ফাতেহ আলী?

২১ ডিসেম্বর বিনা পারিশ্রমিকে ‘ইকোস অব রেভোল্যুশন’ চ্যারিটি কনসার্টে গেয়েছিলেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী…
0
Share