সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৩ প্রতিযোগিতা। এই সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য মিশর পাড়ি দিতে যাচ্ছেন ফাতিমা আক্তার অনন্যা।
ফ্যাশন ডিজাইনিং-এ অনার্স শেষ করে একজন পেশাদার মডেল হিসেবে কাজ করে আসছেন অনন্যা। সম্প্রতি অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতাটি তাকে সুযোগ করে দিল বাংলাদেশকে বিশ্বের মঞ্চে তুলে ধরার। ফলশ্রুতিতে চলতি নভেম্বর মাসের শেষেই তিনি যাচ্ছেন মিশর। সেখানে ২৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইন্টারকন্টিনেন্টাল প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিবেন তিনি।
অনন্যা জানান, “আমার বাড়ি চট্টগ্রাম। আমি ছোটবেলা থেকেই প্রচুর এক্সট্রা কারিকুলাম এ যুক্ত ছিলাম। জাতীয় লেভেল অ্যাথলেট ছিলাম, ফর্মার ভলিবল খেলোয়াড় ছিলাম। এর সুবাদে অসংখ্য মেডেল এবং সার্টিফিকেট রয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে আমার মা।”
প্রসঙ্গত, মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ প্রতিযোগিতাটি আয়োজন করেছেন মিস টুরিজম বিউটি, যার প্রতিষ্ঠাতা প্রিয়তা ইফতেখার, দ্য ফ্ল্যাগ গার্ল।