৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় নির্বাচন। এদিন দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন শোবিজ তারকারা। নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন সেই আনন্দ।
অভিনেত্রী ভাবনা ঢাকা-১০ আসনের ভোটার। ভাবনা ভোট দেয়ার পর ফেসবুকে একটি ছবি ব্যালট বাক্সে ব্যালট প্রবেশ করার ছবি পোস্ট করেন। নিজের বাসার পার্শ্ববর্তী কেন্দ্রে ভোট দিয়ে নিজের ফেসবুকে স্ত্রীর সাথে ছবি প্রকাশ করে চিত্রনায়ক রিয়াজ লেখেন, “আমরা আমাদের ভোট দিয়েছি আপনি দিয়েছেন তো? না দিয়ে থাকলে আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন নিজের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আমার ভোটে জিতবে দেশ।”
সংগীতশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন সকাল সকাল ভোট দিয়ে আঙুলে থাকা অমোচনীয় কালিসহ একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন তিনি। সাথে লেখেন, “ভোট দিয়ে আসলাম।” ভোটের এই উৎসব থেকে বাদ যাননি অভিনেত্রী জয়া আহসানও। ভোট দেয়ার পর অমোচনীয় কালিসহ আঙুলের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি।
এছাড়াও চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী শাহনাজ খুশি, সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজসহ আরও অনেকেই দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারার আনন্দ ভাগ করে নিয়েছেন সবার সাথে।