২০২৩ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তকমা পেতে যাচ্ছে ‘বার্বি’।
গ্রেটা গারউইগ পরিচালিত চলচ্চিত্রটি মুক্তির ১২ দিনের মধ্যেই বিশ্বজুড়ে প্রায় ৭৭৪.৫ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে।
কোন নারী নির্মাতার দ্বারা তৈরি সিনেমার এমন ব্যবসা করা ইতিহাসে এবারই প্রথম।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য সুপার মারিও ব্রস মুভি’র পরে বিলিয়ন ডলার ক্লাবে যাওয়া দ্বিতীয় ছবি ‘বার্বি’।
‘বার্বি’র মত ভালো ব্যবসা করতে না পারলেও ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ঘরে তুলে লাভের পথেই হাঁটছে ১০০ মিলিয়ন ইউএস ডলারে নির্মিত ক্রিস্টোফার নোলানের ছবি ‘ওপেনহেইমার’।
তবে পশ্চিমে ভালো ব্যবসা করলেও এশিয়ান মার্কেটে আশানুরূপ ব্যবসা করতে পারেনি ‘বার্বি । জাপানে মুক্তির অপেক্ষায় রয়েছে মার্গট রবি’র চলচ্চিত্রটি।
অঞ্চলভেদে ভিন্ন ব্যবসা করলেও খুব শীঘ্রই গ্লোবাল বক্স অফিসে বিলিয়ন ডলার ক্লাবে যোগ দিতে যাচ্ছে ‘বার্বি’।