লোকেশ কানাগরাজের নতুন ছবি ‘কুলি’ নিয়ে দর্শকদের আগ্রহ আর উত্তেজনা তীব্র। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে যায়, সিনেমাটির ট্রেলার মুক্তির সাথে সাথে সেই উত্তেজনা আরও প্রবল হয়ে উঠল।
শনিবার ২ আগস্ট মুক্তি পায় ‘কুলি’ সিনেমার ট্রেলার যা এতোদিনের দর্শক আগ্রহ উদ্দীপনা আরো বাড়িয়ে তুলেছে। অন্তর্জালে ট্রেলারটি ঘিরে আলোচনার ঝড় বয়ে গেছে। ট্রেলার শুরু হয় মনোমুগ্ধকর একটি মনোলগ দিয়ে, যেখানে বলা হয়, ‘কারো জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়।‘ তিন মিনিটের এই ট্রেলারে রজনীকান্তকে মনোমুগ্ধকর অ্যাকশনে দেখা গেছে। এছাড়াও আমির খান, দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা ও সত্যরাজের উপস্থিতি দর্শকদের উৎসাহকে দ্বিগুণ করেছে।
এক্স প্ল্যাটফর্মে ট্রেলার শেয়ার করে এক ভক্ত কমেন্ট করেছেন, রজনীকান্ত বোঝালেন তিনি এখনো ফুরিয়ে যাননি। এই বয়সেও এমন পারফরম্যান্স! আরেক ভক্ত লিখেছেন, ‘লোকেশ আর রজনীকান্ত যখন একসঙ্গে হন, কী হতে পারে সেটারই আভাস পাওয়া গেল’
লোকেশ কানাগরাজের আগের ব্লকবাস্টার ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ ও ‘লিও’ ছবি ইতিমধ্যেই তার দক্ষতার প্রমাণ দিয়েছে। সে কারণে ‘কুলি’ সিনেমাটির জন্য দর্শকদের উৎসাহ প্রবল এবং তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
৪০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি আগামী ১৪ আগস্ট থিয়েটারে মুক্তি পাবে। রজনীকান্ত ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আমির খান, নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ ও শ্রুতি হাসান।