‘কেন্দে দিয়েছি’ বলে ভাইরাল হওয়া শিশুশিল্পী সিমরিন লুবাবা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটকের পর অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং ডিবি প্রধান হারুন। ২০ নভেম্বর বিকেলে অভিনেত্রী তানজিন তিশা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তার নিজস্ব এক বিষয়ে একটি লিখিত অভিযোগ দিতে যান। তিশার অভিযোগ নিয়ে পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় লুবাবার অভিযোগের ব্যাপারটি নিয়েও জানান তিনি।
ডিবি প্রধান বলেন, “আমাদের এখানে ধনী-গরিব, তারকা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আসেন এবং অভিযোগ করেন। তাদের অভিযোগ আমরা রাখি এবং তদন্ত করা হয়।”
কারও ব্যক্তিগত ব্যাপারে প্রচারের ক্ষেত্রে সবারই দায়িত্বশীলতার আচরণ করা উচিত জানিয়ে তিনি বলেন, “তানজিন তিশার মতো শিশুশিল্পী সিমরিন লুবাবাও আমাদের কাছে এসেছিল। ফেসবুকে তাকে নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে এবং ভিডিও পোস্ট করা হয়েছে। লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল আমরা তাকে নিয়ে এসেছি এবং তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
উল্লেখ্য যে, প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি হিসেবে এবং শিশুশিল্পী হিসেবে কাজ করে বেশ সমাদর পেয়ে আসছিল লুবাবা। কিন্তু ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখতে গিয়ে সম্প্রতি সাংবাদিকদের সাথে কথা বলার সময় ‘কেঁদে দিয়েছি’-র বদলে ‘কেন্দে দিয়েছি’ বলে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সে। ফলশ্রুতিতে লুবাবা ও তার মা জাহিদা ইসলাম দেখা করেছিলেন ডিবি প্রধানের সঙ্গে।