আত্মার ভাষা নিয়ে সুনেরাহ
বাংলাদেশের নতুন প্রজন্মের অভিনয়শিল্পী ও মডেলদের মধ্যে যে ক’জন স্বল্প সময়েই আলাদা করে নজর কেড়েছেন, তাদের অন্যতম সুনেরাহ বিনতে কামাল। বিশ্ব সুন্দরীর মঞ্চ থেকে অভিনয়াঙ্গনে পথচলা শুরু করে বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্র সব ক্ষেত্রেই স্বতন্ত্র উপস্থিতি জানান দিয়েছেন তিনি। ব্যক্তিত্ব, পরিমিত অভিনয় আর আত্মবিশ্বাসী উপস্থাপনার কারণে অল্প সময়েই দর্শক এবং নির্মাতাদের আস্থার জায়গা করে নিয়েছেন সুনেরাহ। সম্প্রতি দেশের গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়ে নানা বিষয়ে কথা বলেছেন তিনি। সেখানে অভিনয়কে আত্মার ভাষা বললেন সুনেরাহ । নাম পুরুষের ভাষ্যে চলুন জেনে নেই তার কথা।

ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’
দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার প্রথম ধারাবাহিক নাটক। টেলিভিশনের নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ এর মাধ্যমে ছোট পর্দায় ভিন্ন অভিজ্ঞতা যোগ হলো অভিনেত্রীর ক্যারিয়ারে। এ মাসের শুরুতে ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকটি ইতিমধ্যে দর্শকের আগ্রহ কাড়তে শুরু করেছে। পারিবারিক বন্ধন ও সম্পর্কের সূক্ষ্ম গল্পকে কেন্দ্র করে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে সায়রা চরিত্রে অভিনয় করছেন তিনি, যা নিয়ে শিল্পীর উচ্ছ্বাস স্পষ্ট।

প্রচারের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকটি নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে। দর্শকের এই সাড়া তার কাছে বিশেষ প্রাপ্তি। তিনি মনে করেন, মন দিয়ে অভিনয় করার প্রতি নিজের প্রতিশ্রুতিই সফলতার জায়গা তৈরি করে দেয়। দীর্ঘ শুটিং, চরিত্রের প্রতি নিষ্ঠা আর গল্পকে সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ সবকিছুর প্রতিফলন দর্শকের সাড়া পাওয়ার মধ্যেই খুঁজে পান তিনি।
সায়রা চরিত্রে সুনেরাহ
ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম ধারাবাহিকে যুক্ত হলেন তিনি। তবে নিজের ভাষায়, সেটা কোনো পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত নয়। মোস্তফা কামাল রাজ গল্পটি শোনানোর পর সায়রা চরিত্রকে তার কাছে ‘ইন্টারেস্টিং’ মনে হয়েছে, আর সেই আকর্ষণ থেকেই কাজটি করেছেন। তিনি বিশ্বাস করেন, এই নাটকের মাধ্যমে তিনি নতুন এক ধরনের দর্শকের কাছে পৌঁছাতে পারবেন।

গত বছর থেকে নাটকে তাকে নিয়মিত দেখা গেলেও এর পেছনে কোনো বিশেষ কারণ নেই বলে জানান তিনি। বরং শেখার আগ্রহ থেকেই নাটকে যুক্ত হওয়া। তার মতে, দেশে ওয়েব সিরিজের কাজ সীমিত, সিনেমার কাজও কম হয়, কিন্তু নাটকই সবচেয়ে সক্রিয় মাধ্যম। তাই ভালো গল্প হলে সব প্ল্যাটফর্মেই কাজ করতে আগ্রহী তিনি।
নাটকে চরিত্র ধারণের জন্য সময় স্বল্প হওয়া অনেকের কাছে চ্যালেঞ্জ হলেও তার কাছে এটি ভিন্ন আনন্দের। দীর্ঘ প্রস্তুতির মতো হুট করে চরিত্রে ঢুকে কাজ করাও তাকে আলাদা তৃপ্তি দেয় বলে জানান।
নিয়মিত নাটকে পাওয়া যাবে কি না এ প্রশ্নে তিনি বলেন, তার কাজের প্রবাহ নির্ভর করে গল্প ও সময়ের ওপর। সিনেমার শুটিং শুরু হলে নাটকে বিরতি আসতে পারে। যে মাধ্যমেই কাজ করুন না কেন, প্রতিটি প্রজেক্টে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দিতে চান তিনি।
অভিনয়কে আত্মার ভাষা বললেন সুনেরাহ
সম্প্রতি তিনি শেষ করেছেন নতুন একটি ওয়েব সিরিজের কাজ। রাবা খানের গল্পে এটি নির্মাণ করেছেন আরাফাত মহসিন নিধি। সিরিজটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না তিনি; আনুষ্ঠানিক ঘোষণা এলে এ বিষয়ে কথা বলবেন।
‘দাগি’ ও ‘উৎসব’ সিনেমায় ছিলেন অতিথি চরিত্রে। দুটি ছবিতেই তার চরিত্র নিয়ে প্রশংসা এসেছে, যা তাকে আরও আত্মবিশ্বাসী করেছে।
অতিথি চরিত্রের স্বল্প উপস্থিতিতে ক্যারিয়ারে প্রভাব পড়ছে কিনা জানতে চাইলে সুনেরাহ জানান, এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারে অনেক প্রভাব ফেলেছে। স্বল্প সময়ের স্ক্রিন প্রেজেন্স হলেও দুটি সিনেমাতেই ইমপ্যাক্টফুল চরিত্রে ছিলেন তিনি। অভিনয়কে আত্মার ভাষা বললেন সুনেরাহ। এ নিয়ে তিনি বললেন, “আমাকে সেখানেই পাওয়া যাবে যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে। আমি কতটুকু স্ক্রিনে থাকছি সেটা বিষয় না, আমার অভিনীত চরিত্রটি গল্পে কতটুকু প্রভাব ফেলছে, সেটাই বড় কথা। আমি চাই দর্শক যেন আমাকে না দেখে চরিত্রটাকে দেখে। অভিনয় আমার কাছে আত্মার ভাষা, যেখানে আমি প্রতিবার ভাঙি, আবার নতুন হয়ে গড়ি।“