সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরুর বিয়ে
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বিয়ে করেছেন নির্মাতা রাজ নিদিমোরুকে। গত সোমবার সকালে ইশা ইয়োগা সেন্টারের লিঙ্গভৈরবী মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের ছবি অনলাইনে আসতেই আলোচনা শুরু হয়ে যায়। তবে বিয়ের ছবি ছাপিয়ে যে খবর আলোচনার কেন্দ্রবিন্দুতে তা হল সামান্থার হাতে থাকা একটি হীরার আংটিকে ঘিরে। জানা গেছে, বিশেষ এই আংটির মূল্য আনুমানিক দুই কোটি টাকা। সামান্থার হাতে গ্রিসের কারিগরের তৈরি বিরল আংটি এটি।

ভারতের সেলিব্রিটি ও জুয়েলারি বিশেষজ্ঞ প্রিয়াংশু গোয়েল এক ভিডিও বার্তায় জানিয়েছেন সামান্থার আংটিতে একটি বিরল লজেন্স কাট হীরা ব্যবহার করা হয়েছে। আবার আলাদা আরেকটি কৌশল প্রয়োগ করা হয়েছে এতে। তিনি বলেন, সাধারণ লজেন্স কাট হীরার কেন্দ্রে স্টেপস (ধাপ) থাকলেও এটি ছিল ‘প্লেইন’ (মসৃণ) যা আংটিকে চমৎকার ও ব্যতিক্রম করে তুলেছে।
গোয়েল আংটিটির নকশা প্রসঙ্গে বলেন, ‘এটি যেকোনো সেলিব্রিটির হাতে দেখা সবচেয়ে অনন্য গয়নাগুলোর মধ্যে একটি।’ নকশার কেন্দ্রে একটি ২ ক্যারেটের হীরা এবং চারপাশে পাপড়ির আকৃতির আটটি পোর্ট্রেট কাট হীরা রয়েছে।

প্রিয়াংশু গোয়েলের ভাষ্যমতে, আংটিটি দেখতে সহজ হলেও এর নির্মাণকৌশল অত্যন্ত জটিল। ‘এ ধরনের পোর্ট্রেট কাট হীরা কাটা এবং আংটিতে বসানোর মতো কঠিন কাজ পৃথিবীর অল্প কিছু কারিগরই করতে পারে’ তিনি বলেন।
গ্রিসের কারিগরের তৈরি বিরল আংটি
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সামান্থার এই চোখধাঁধানো আংটির কারিগর ছিলেন গ্রিসের এথেন্স-ভিত্তিক জুয়েলার থিওডোরোস স্যাভোপোলোস। থিওডোরোস বিশ্বব্যাপী খ্যাতি সম্পন্ন। তার গুণ সম্পর্কে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘তিনি প্রায় পুরোপুরি প্রচারের আড়ালে থেকে কাজ করেন এবং প্রতিবছর সীমিতসংখ্যক হাতে তৈরি বিশেষ গয়না তৈরি করেন।’
পোর্ট্রেট কাট: মোগল আমলের ঐতিহ্য
সামান্তার হাতে পড়া আংটিতে ব্যবহৃত হয়েছে পোর্ট্রেট কাট হীরা। এই হীরার একটি ঐতিহাসিক ভিত্তি আছে। এর উৎপত্তি সম্পর্কে জানা যায়, মোগল সম্রাট শাহজাহানের সময়ে এটি বিশেষ জনপ্রিয়তা লাভ করে। মোগল সম্রাট শাহজাহান ছোট ছবি বা প্রতিকৃতিকে রক্ষা করতে এবং সেগুলোর সৌন্দর্য বাড়াতে পাতলা হীরা ব্যবহার করতেন, সে ঘটনা থেকেই এই কাটের নাম হয় পোর্ট্রেট কাট।
আংটির পাশাপাশি সামান্থার বিয়ের সাজও এসেছে আলোচনায়। একটি হাতে বোনা লাল কাতান সাটিন সিল্কের বেনারসি শাড়ি পরেছিলেন সামান্থা। পল্লবী সিং ও সেলভির স্টাইলিংয়ে শাড়িটি তৈরি করতে একজন একক কারিগরের দুই থেকে তিন সপ্তাহ সময় লেগেছে।
পরিচয় পর্ব
রাজ নিদিমোরু ও সামান্থার প্রেমের শুরুটা হয় অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-তে। সিরিজটি পরিচালনা করেন রাজ। সিরিজে রাজি চরিত্রে ছিলেন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর সাফল্যের পর আরেক সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে যুক্ত হন সামান্থা। সিরিজটি করতে গিয়ে দুজনের সম্পর্কটা পরিপুর্ণ প্রেমে রূপান্তরিত হয়।