ঢাকার আমিনবাজারে বিয়ের আয়োজন
দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। তবে, দুজনেই এতো দিন এটিকে বন্ধুত্ব বলে এসেছেন। সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে থাইল্যান্ডে একান্ত সময় কাটাতেও দেখা গেছে দুজনকে। তবে প্রেম নিয়ে মুখ খোলেননি তাঁরা। আজ বিয়ে করছেন রাফসান-জেফার। ঢাকার আমিনবাজারে রির্সোটে হবে বিয়ের আয়োজন। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুজনের ঘনিষ্ঠজন।

৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন রাফসান
২০২৩ সালের শেষে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন রাফসান। সম্পর্কের পাট চুকিয়ে নেওয়ার খবরটি রাফসান তার ফেসবুকে জানান। তিনি লেখেন, ‘বিবাহবিচ্ছেদের এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই সুন্দর সমাধান বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’
ভাঙনের খবর দেওয়ার পরই মুখ খোলেন স্ত্রী সানিয়া সুলতানা এশা। জানান, তিনি বিচ্ছেদ চাননি। এই যখন চলছিল, ঠিক তখনই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্ক নিয়ে কথা শুরু হয়। কেউ কেউ মন্তব্য করেন, গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই বিচ্ছেদের পথে বেছে নিয়েছেন রাফসান।

শুরু হচ্ছে রাফসান-জেফার নতুন অধ্যায়
জেফার রহমান বলেন, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছে। তাঁর ভাষায়, আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরাই ঠিক করে দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তারা যা ইচ্ছা বলুক, ভাবুক। আমি ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই শেয়ার করতে পছন্দ করি না।
জেফার রহমান, রাফসান সাবাবের শুভ পরিণয়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাদের জীবনের নতুন অধ্যায়।