বিডিআর বিদ্রোহ
নির্মাতা রায়হান রাফীকে নিয়ে অনেকেই বলেন তিনি সত্য ঘটনাকে সামনে রেখেই তাঁর সিনেমাগুলো তৈরি করেন। কথাটা এতোদিন অভিযোগের সুরেই বলতেন সিনেমাবোদ্ধা ও অনেক দর্শকরা। তবে এবার সত্যি সত্যি পর্দায় সত্য ঘটনা তুলে ধরতে চান রায়হান রাফি। জানা গেছে রায়হান রাফী বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানাতে চান।

তবে দর্শকদের কথা একেবারেই মিথ্যে নয়। বরগুনার আলোচিত রিফাত-মিন্নির ঘটনা অবলম্বনে ‘পরাণ’, গাজীপুরে এক প্রবাসীর স্ত্রী ও সন্তানদের হত্যাকাণ্ড নিয়ে ‘জানোয়ার’, ঢাকার কদমতলী এলাকায় ট্রিপল মার্ডার নিয়ে ‘ফ্রাইডে’সহ সত্য ঘটনার ছায়া অবলম্বনে আরও বেশ কয়েকটি কাজ আছে রাফীর। সবশেষ গত ১৪ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পেয়েছে রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। এটি তৈরি হয়েছে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে। রাফী জানিয়েছেন, এবার তিনি সিনেমা বানাতে চান বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে।
সম্প্রতি এক পডকাষ্টে এসে সিনেমা ও নিজের ক্যারিয়ারের নানা বিষয়ে কথা বলেন রায়হান রাফী। সেখানেই তিনি জানালেন, বিডিআর বিদ্রোহ নিয়ে তাঁর সিনেমার কথা।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে এক অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হন তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। সেখানে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়।
রায়হান রাফী বিডিআর বিদ্রোহ নিয়ে কেন সিনেমা বানাবেন?
বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা জানিয়ে রায়হান রাফী বলেন,
আমার খুব ইচ্ছা আছে বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানোর। এতজন আর্মিকে মেরা ফেলল! একের পর এক লাশ বের হলো, গণকবর হলো, পুরো যুদ্ধের মতো অবস্থা। ভেতরে কী এমন গল্প ছিল? আমি এখনো পুরোপুরি জানি না। যখন এ সম্পর্কে আরও তথ্য জানা যাবে, তখন এ নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা আছে।

সত্য ঘটনা অবলম্বনে কেন সিনেমা কিংবা ওটিটি আইটেম নির্মাণ করছেন জানতে চাইলে রাফী জানান, একই ধরনের অন্যায় যেন সমাজে বারবার না ঘটে, সেই লক্ষ্যেই সবাইকে সতর্ক করতে সত্য ঘটনা নিয়ে কাজ করেন তিনি। তিনি আরো বলেন, ‘পৃথিবীর কেউ রেপিস্ট হয়ে জন্ম নেয় না, রেপিস্ট হয়ে যায়। আমি এমন একটা কনটেন্ট বানাতে চেয়েছি যেটা দেখার পর কোনো মানুষ যেন কল্পনাও করতে না পারে সে কাউকে রেপ করবে। তাই নাম দিয়েছিলাম জানোয়ার। কারণ, এটা মানুষের গল্প না জানোয়ারদের গল্প। এটা এমনভাবে শুট করা হয়েছে পুরোটা দেখা যায় না, ঘেন্না লাগে। রেপিস্টদের এভাবেই দেখাতে চেয়েছি।’
রাফী এখন ব্যস্ত ‘প্রেশার কুকার’ সিনেমা নিয়ে। এর আগে রাফী শেষ করেছেন ‘আন্ধার’ সিনেমার শুটিং। ‘প্রেশার কুকার’ নিয়ে বিস্তারিত বলেন নি তিনি। জানালেন, চারটি গল্প নিয়ে তৈরি হচ্ছে এটি। এই রোজার ঈদে মুক্তির কথা রয়েছে প্রেশার কুকার সিনেমার। এই সিনেমায় দেখা যাবে দেশের তিন অভিনেত্রীকে যথা শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্তকে। এই সিনেমার নাম ভূমিকায় নেই কোন পুরুষ চরিত্র। তবে সাধারণ একটি চরিত্রে থাকছে।


