Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

নায়কবিহীন ‘প্রেশার কুকার’ সিনেমায় বুবলী

নায়কবিহীন ‘প্রেশার কুকার’ সিনেমায়

তিন নায়িকার সিনেমা ‘প্রেশার কুকার’

বেশ কিছুদিন আগে রাশেদা আক্তার পরিচালিত ‘শাপলা শালুক’ ছবির শুটিং করেছিলেন শবনম বুবলী। ছবিতে তার বিপরীতে আছেন সজল। এই ছবিটির কাজ শেষ না হতেই সোমবার থেকে বুবলী শুরু করছেন রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’-এর শুটিং। প্রায় তিন বছর পর নায়কবিহীন ‘প্রেশার কুকার’ সিনেমায় বুবলীর ফেরার মধ্য দিয়ে এক হচ্ছে এই নায়িকা ও নির্মাতা।

নায়কবিহীন ‘প্রেশার কুকার’ সিনেমায়
শবনম বুবলী | ছবি: অভিনেত্রীর ফেসবুক

রায়হান রাফী ও বুবলী এর আগে চরকি প্রযোজিত সিনেমা ‘৭ নাম্বার ফ্লোর’-এ কাজ করেছিলেন । সেই ছবি দিয়ে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন বুবলী। এবার আবারো পুনর্মিলন হয়েছে দুজনের। নতুন ছবি প্রসঙ্গে বেশ আশাবাদী বুবলী। চরিত্র ও গল্প নিয়ে তিনি বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে, এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে।‘

জানা গেছে, শুটিং কিছুদিন আগে শুরু হলেও বুবলী সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুটিংয়ে অংশ নিচ্ছেন। টানা কয়েক দিন কাজ করার পরে বিরতি দিয়ে দ্বিতীয় লটে পুরো শুটিং শেষ করবেন তিনি। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এই সিনেমায় প্রচলিত অর্থে কোনো নায়ক থাকবেনা। পুরো গল্প আবর্তিত হবে নারী চরিত্রদের কেন্দ্র করে। নায়কনির্ভরতা থেকে বের হয়ে নারীকেন্দ্রিক চলচ্চিত্র আলাদা গুরুত্ব পাবে বলে মনে করেন তারা।

নায়কবিহীন ‘প্রেশার কুকার’ সিনেমায়
নাজিফা তুষি | ছবি: অভিনেত্রীর ফেসবুক

নায়কবিহীন ‘প্রেশার কুকার’ সিনেমায় তিন নায়িকা

বুবলীর পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তিনটি নারী চরিত্রের ভিন্ন ভিন্ন জার্নি, দ্বন্দ্ব ও বাস্তবতা থেকেই তৈরি হবে ছবির গল্প ও নাটকীয়তা।

তবে পুরুষ যে একেবারেই নেই তা নয়। একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র থাকছে। সেই চরিত্রে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরী অভিনয় করতে পারেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে পরিচালক রায়হান রাফী কিংবা প্রযোজনাপ্রতিষ্ঠান এখনই কিছু বলতে চাইছে না। রহস্যটা আপাতত রাখতেই চাচ্ছেন।

কবে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার ?

‘প্রেশার কুকার’ আসন্ন পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে। সাথে ইমপ্রেস টেলিফিল্মেরও প্রত্যাবর্তন হবে। দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি। ২০০৪ সালে সর্বশেষ ছবি এনেছিল তারা যা ছিল ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’।

নায়কবিহীন ‘প্রেশার কুকার’ সিনেমায়
মারিয়া শান্ত| ছবি: ফেসবুক

এবার ঈদে বুবলীর উপস্থিতি থাকছে আরো দুটি সিনেমায়। ‘প্রেশার কুকার’-এর পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আরেকটি সিনেমা ‘পিনিক’। জাহিদ জুয়েল পরিচালিত ছবিটিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাবনূর-মৌসুমীর সঙ্গে খুনসুঁটিতে ওমর সানি

সানীর আবেগঘন ভিডিওতে শাবনূর-মৌসুমী সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা শাবনূর ও মৌসুমীর একটি আবেগঘন ভিডিও শেয়ার…
শাবনূর-মৌসুমীর সঙ্গে খুনসুঁটিতে মেতে উঠেন ওমর সানি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন ওমর সানী।

দর্শক মাতাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ নাটক

প্রতি পর্বে ভিউ ছাড়াচ্ছে এক থেকে দেড় কোটি পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত নাটক এটা…
দর্শক মাতাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ নাটক

বগুড়ায় তিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে

উৎসবে জায়গা পেয়েছে ৩২ দেশের ৭৪টি সিনেমা তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ এই ভাবনাকে সামনে রেখে বগুড়ায়…
বগুড়ায় তিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে

বছরের শুরুতে ‘ব্যাচেলর পয়েন্টে’ বড় চমক

নতুন পর্বে রাজকীয় লুকে পাশা-কাবিলারা বছরের শুরুতেই ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকদের জন্য বড় চমক।  কাজল আরেফিন…
বছরের শুরুতে ‘ব্যাচেলর পয়েন্ট’ বড় চমক
0
Share