অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা
বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা প্রায় এক দশক পর আবারও অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশনায় অংশ নিতে যাচ্ছেন। ২০২৬ সালে আয়োজিত এই আন্তর্জাতিক সফরের মাধ্যমে দীর্ঘ বিরতির অবসান ঘটতে যাচ্ছে তাঁর। প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা।বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।
রুনা লায়লা জানান, গত কয়েক বছরে অস্ট্রেলিয়া থেকে একাধিকবার অনুষ্ঠানের প্রস্তাব এলেও সময়সূচি, আয়োজনের কাঠামো ও প্রযোজনাগত কারণে সেগুলো চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে এবারের আয়োজনে সব দিক থেকে সমন্বয় হওয়ায় তিনি সফরে সম্মত হয়েছেন। তাঁর ভাষায়, “অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল। অবশেষে সবকিছু ঠিকঠাক হওয়ায় সিদ্ধান্ত নিয়েছি।”

জানা গেছে, এই সফরে রুনা লায়লা সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড ও পার্থ সহ কয়েকটি শহরে গান পরিবেশন করবেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সংগীতপ্রেমীদের কথা মাথায় রেখে আয়োজনটি পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি কনসার্টে তাঁর জনপ্রিয় গানগুলোর পাশাপাশি থাকবে বিশেষ সংগীতায়োজন।
আয়োজকরা জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে কনসার্টের তারিখ, ভেন্যু ও টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। রুনা লায়লার অস্ট্রেলিয়া সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মঞ্চে রুনা লায়লার জনপ্রিয়তা দীর্ঘদিনের। দেশ-বিদেশে অসংখ্য সফল কনসার্টে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বাংলা গানের ইতিহাসে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। অস্ট্রেলিয়ায় তাঁর এই প্রত্যাবর্তন সংগীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
আগামী আগস্ট মাসে অস্ট্রেলিয়ায় শোগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর পাশাপাশি দেশেও তিনি সক্রিয় ছিলেন। কিছুদিন আগেই কোক স্টুডিও বাংলায় ‘মাস্ত কালান্দার’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া ৯ জানুয়ারি ঢাকায় একটি বড় আয়োজনে গান গাইবেন তিনি। অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিদের জন্য হলেও এর প্রস্তুতি চলছে জোরেশোরে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা মহড়া। এ বিষয়ে রুনা লায়লা বলেন, ‘এবারের কনসার্টে গানগুলোর উপস্থাপন অন্য রকম হবে। সেভাবেই প্রস্তুতি চলছে। আশা করছি, শ্রোতাদের কাছে অনুষ্ঠানটি উপভোগ্য হবে।’