Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

৫২ বছর বয়সে বিয়ে করেছেন অভিনেত্রী মহিমা চৌধুরী

৫২ বছর বয়সে বিয়ে করেছেন অভিনেত্রী মহিমা।

সোশাল মিডিয়ায় ব্যাপক হইচই

বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী চলচ্চিত্র জগৎ থেকে অনেক আগেই সরে গিয়েছেন। তবে দীর্ঘ সময় পর পরদেশ খ্যাত এই অভিনেত্রী সোশাল মিডিয়ায় ব্যাপক হইচই ফেলে দিয়েছেন। শোনা যাচ্ছে ৫২ বছর বয়সে বিয়ে করেছেন অভিনেত্রী মহিমা চৌধুরী।

ঘটনার শুরু একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে দেখা যায়, নববধুর পোশাকে অপরূপা সাঁজে সেজেছেন মহিমা সাথে বরের বেশে সেজে আছেন প্রবীণ অভিনেতা সঞ্জয় মিশ্রা। যখনই বরের পোশাকে এসে পাপারাৎজিদের সামনে পোজ দেন মিশ্রা তখনই মাথা ঘুরে যায় সকলের।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে দুই তারকা একসঙ্গে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। উপস্থিত সকলেই তাদের অভিনন্দন জানাচ্ছেন। এই সময়, মহিমাকে বলতে শোনা যায়, যদি উপস্থিত ফটোগ্রাফার বন্ধুরা বিয়েতে যোগ দিতে যদি না পারেন, তাহলে যাওয়ার আগে যেন মিষ্টি খেয়ে যান।

মহিমা চৌধুরী অনেকদিন ধরেই নেই সিনেমা জগতে। দীর্ঘ সময় পর যদিও এই বছর তিনি দুটি ছবিতে অভিনয় করেছেন।  

আসলে বলিউডে বা সিনেমার তারকাদের জীবনে কখন কী হয় বোঝা মুশকিল। এক্ষেত্রেও মহিমা-সঞ্জয়ের ভিডিয়ো দেখে বিভ্রান্ত হন দর্শক থেকে অনুরাগী। অবশেষে জানা গিয়েছে, এই ভিডিওর সত্যতা আসলে কী ! মহিমা এবং সঞ্জয় তাদের আপকামিং সিনেমা ‘দুর্লভ প্রসাদ কী দুসরি শাদি’ (Durlabh Prasad Ki Doosri Shadi) প্রচারের জন্য এই লুকে সামনে এসেছেন। এই সিনেমায়, মহিমাকে সঞ্জয় মিশ্রের দ্বিতীয় স্ত্রীর চরিত্রে দেখা যাবে। সিনেমাটি শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আট বছর পর ২০২৪ সালে মহিমা ‘সিগনেচার’ দিয়ে বলিউডে ফেরেন। তিনি কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘এমারজেন্সি’ এবং ইব্রাহিম আলি খান-খুশি কাপুর অভিনীত ‘নাদানিয়ান’ সিনেমায় অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে ‘দুর্লভ প্রসাদ কী দুসরি শাদি’ সিনেমায়।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে উপন্যাস

রুনা লায়লার উপন্যাস প্রকাশ ১৭ নভেম্বর দেশের কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লা। এবার তাকে নিয়ে উপন্যাস লিখেছেন…

জীবনের করুণ ইতিহাস প্রকাশ্যে আনলেন অভিনেতা আরশাদ ওয়ার্সি

সাক্ষাৎকারে আরশাদ ওয়ার্সি আরশাদ ওয়ার্সি ভারতের কয়েক প্রজন্মের ক্নাছে জনপ্রিয় অভিনেতা। তার দীর্ঘ অভিনয়…
জীবনের করুণ ইতিহাস প্রকাশ্যে আনলেন অভিনেতা আরশাদ ওয়ার্সি
0
Share