ভোজপুরি সংগীতশিল্পী নেহা সিংহ রাঠৌ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্ন তুলে গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতে ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌ। গত শুক্রবার (৬ ডিসেম্বর) এলাহাবাদ হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছে। এর ফলে যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট রায়ে জানিয়েছেন নেহার মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে তদন্ত চলমান, তাই আগাম জামিন দেওয়ার পর্যাপ্ত কারণ দেখেনি আদালত।
পেহেলগাম হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী মোদিকে দায়ী করে নেহা যে মন্তব্য করেছিলেন, সেটিই মূলত বিতর্কের সূচনা করে। তার বক্তব্য ভাইরাল হতেই লখনৌসহ একাধিক এলাকায় মামলা হয় গায়িকার বিরুদ্ধে। সেই মামলারই আইনি চাপ থেকে বাঁচতে তিনি আগাম জামিন চাইতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

চলতি বছরের এপ্রিলে জম্মু–কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর নেহা তীব্র সমালোচনা করেন সরকারের ভূমিকার। তিনি বলেছিলেন, ‘সরকারের কাছে আমি কী নিয়ে প্রশ্ন তুলব? শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলো এখন আর গুরুত্ব পাচ্ছে না। দেশে জাতীয়তাবাদের রাজনীতি আর হিন্দু-মুসলিম বিভেদ যখন তুঙ্গে, তখন মানুষ প্রাণ হারাচ্ছে। আমি কি তবে সরকারের (মোদির) বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব? কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের ওপর ভিত্তি করে দেশ চলছে।’
তার এই মন্তব্যের পর ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। মোদিকে নিয়ে প্রশ্ন তুলে গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতে পড়েন এই গায়িকা। নিজের অবস্থান ব্যাখ্যা করে নেহা জানান, নাগরিক হিসেবে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলাই ছিল তার উদ্দেশ্য। তিনি কোনো উসকানি ছড়াননি, শুধু দায়বদ্ধতার প্রসঙ্গ তুলেছিলেন। তবে আদালত আপাতত তার যুক্তি গ্রহণ না করে মামলার প্রক্রিয়া চলতে দেওয়ার সিদ্ধান্ত বজায় রেখেছে। ফলে নেহা সিংহ রাঠৌরের বিরুদ্ধে আইনি পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।