না ফেরার দেশে ‘অ্যানি হল’ খ্যাত অস্কারজয়ী তারকা ডায়ান কিটন
হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই যার ফলে হলিউডে শোক এর ছায়া। শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডায়ান কিটন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও প্রযোজক ডরি র্যাথ।
১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন ডায়ান কিটন। ১৯৭০ সালের রোমান্টিক কমেডি ‘লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্স’ দিয়ে তার ক্যারিয়ারের শুরু। এরপর জগৎবিখ্যাত ‘দ্য গডফাদার’ সিনেমায় ‘কেই অ্যাডামস কর্লিওনে’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পান। পরবর্তীতে ‘অ্যানি হল’, ‘ফাদার অব দ্য ব্রাইড’ ও ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’ এ অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন।
১৯৭৮ সালে ‘অ্যানি হল’-এর জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন তিনি। উডি অ্যালেন পরিচালিত ও অভিনীত ‘অ্যানি হল’ সিনেমায় কিটনের অভিনয় আজও রোমান্টিক কমেডির ইতিহাসে এক মানদণ্ড। এই ছবির জন্যই তিনি জিতে নেন গোল্ডেন গ্লোব ও বাফটা অ্যাওয়ার্ডও।
অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ পরিচালক। ১৯৮৭ সালে নির্মাণ করেন তথ্যচিত্র ‘হেভেন’। ১৯৯৫ সালে তৈরি করেন চলচ্চিত্র ‘আনস্ট্রাং হিরোস’ যা কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে নির্বাচিত হয়।
২০০০ সালে ডায়ান কিটন পরিচালনা করেন পারিবারিক ড্রামাধর্মী ছবি ‘হ্যাংগিং আপ’। এতে তিনি নিজেও অভিনয় করেন।
পুরুষদের পোশাক, চওড়া টুপি আর নির্ভার হাসি, এসব দিয়েই তৈরি হয়েছিল তার নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট। কিটনকে বলা হয় হলিউডের সবচেয়ে প্রভাবশালী স্টাইল আইকনদের একজন।
বিয়ে করেননি ডায়ান কিটন
তবে খ্যাতিমান এই অভিনেত্রী বিয়ে করেননি কখনো। তবে তিনি দুই সন্তান দত্তক নিয়েছিলেন। তার মেয়ের নাম ডেক্সটার ও ছেলে ডিউক। নিজের আত্মজীবনী ‘দেন এগেইনে’ (২০১১) কিটন লিখেছিলেন, ‘আমার প্রিয়জনেরা যখন খুশি থাকে, তখনই আমি সবচেয়ে সুখী। এমন ভালোবাসা অন্য কেউ পেতে পারে বলে আমি মনে করি না।’
ডায়ান কিটন এর মৃত্যুর খবরে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহ-অভিনেত্রী বেট মিডলার লিখেছেন, অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই।