Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়
সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

থালাপতি বিজয়

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয়ের সময়টা বেশ কঠিন যাচ্ছে। তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর একটি সমাবেশে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় বেশ ভুগতে হচ্ছে তাকে। এবার সরাসরি সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়।

আগামী ১২ জানুয়ারি (সোমবার) তাকে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এর দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র সমাবেশকে কেন্দ্র করে শুরু হয়।

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি
টিভিকে-র সমাবেশ | ছবি: বিবিসি

সমাবেশে থালাপতি বিজয়কে এক নজর দেখতে অসংখ্য মানুষ উপস্থিত হন। সেখানে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ ও আয়োজকরা। এক পর্যায়ে ভিড়ের চাপে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৪১ জনের করুণ মৃত্যু হয় এবং শতাধিক মানুষ গুরুতর আহত হন। সমাবেশের নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনায় গত অক্টোবর মাসেই নির্দেশনা আসে ভারতের সুপ্রিম কোর্ট থেকে। বিচারপতি জে কে মহেশ্বরী এবং এনভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ ঘটনার গভীরতা বিবেচনা করে তদন্তের ভার অর্পণ করেন সিবিআইয়ের হাতে।

 তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে, যেখানে রয়েছেন দুজন দক্ষ আইপিএস অফিসার।  

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি

রাজনৈতিক জীবনের শুরুর দিকেই এমন গুরুতর সমস্যা ও আইনি জটিলতায় বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছেন থালাপতি বিজয়। সিবিআই মূলত তদন্ত করতে চাইছে সেই দিনের আয়োজনে কী কী ঘাটতি ছিল এবং আয়োজক হিসেবে বিজয়ের দলের দায় কতটুকু।

আগামী সোমবার তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে এই তারকা অভিনেতা ও রাজনীতিবিদকে।

এদিকে ৯ জানুয়ারী মুক্তি পেতে যাচ্ছে রাজনৈতিক থ্রিলার ধাঁচের ও থালাপাতির শেষ সিনেমা ‘জন নায়াগণ’। এতে দেখানো হবে একজন সাধারণ মানুষের রাজনীতিতে উঠে আসার গল্প। ছবিটি নির্মাণ করেছেন এইচ বিনোথ। এতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রিয়ামণি, প্রকাশ রাজসহ অনেকে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাজনীতির কারণেই কি আটকে যাচ্ছে থালাপতির সিনেমা?

আটকে গেছে থালাপতির সিনেমা ৯ জানুয়ারী মুক্তি পাওয়ার কথা ছিলো দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন…
থালাপতির সিনেমা রাজনীতির কারণেই

প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা

অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা প্রায় এক দশক পর আবারও…
প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায়

কিংবদন্তী নির্মাতা বেলা তার মারা গেছেন

নির্মাতা বেলা তার হাঙ্গেরির কিংবদন্তী নির্মাতা বেলা তার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি…
কিংবদন্তী নির্মাতা বেলা তার
0
Share