এনসিপির থিম সং
১২ ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে থিম সং প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে গানটি উন্মোচন করেন দলের কেন্দ্রীয় নেতারা। তবে গানটি প্রকাশ পেলেও গোপন করা হল এনসিপির থিম সং শিল্পীদের নাম ।
অন্যান্য রাজনৈতিক দলের মতো এনসিপিও নির্বাচনকে সামনে রেখে তাদের থিম সং সামনে এনেছে। ‘এনসিপিরে বরণ করো শাপলা কলির মালায়’ শিরোনামের গানটিতে নদীমাতৃক বাংলাদেশের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনের সঙ্গে উৎসব-পার্বণ ও ধর্মীয় সম্প্রীতির মেল্বন্ধনে গানটি তৈরি করা হয়েছে।

তবে গানটিতে বেশ কয়েকজন সংগীতশিল্পী কণ্ঠ দিলেও তাদের নাম প্রকাশ করেনি দলটি। এমনকি গানটির গীতিকার ও সুরকারের নামও রয়ে গেছে অপ্রকাশিত। শিল্পীদের অনুরোধে তাদের নাম প্রকাশ করা হয়নি বলে জানান এনসিপির নির্বাচন কমিটির সদস্যরা।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বলেন, ‘গানটি নিয়ে আর কোনো তথ্য আমরা প্রকাশ করতে পারছি না। শিল্পীরা নাম প্রকাশ করতে চাচ্ছেন না। তাদের অনুরোধকে সম্মান জানিয়ে আমরাও প্রকাশ করিনি।’
বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় দলটির নির্বাচনী প্রচার কমিটির সঙ্গে। এ কমিটির সদস্য জুবায়ের হোসেনও একই তথ্য জানান। শিল্পীরা পরিচয় প্রকাশ করতে চাচ্ছেন না। তবে তিনি জানিয়েছেন, দেশের প্রথম সারির সংগীতশিল্পীরা এতে কণ্ঠ দিয়েছেন।
এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআইয়ের মাধ্যমেও গান তৈরি করা যায়। এআইয়ের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে কি না প্রশ্নে দুজনই নিশ্চিত করেছেন, এটি মানুষই গেয়েছেন। গানে এআইয়ের কোনো সহায়তা নেওয়া হয়নি। এর আগে বিএনপিও তাদের থিম সং প্রকাশ করেছে। গানটির কথা ও সুর করেছেন আজগর হোসেন রাব্বি। কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিশা ও নিলয়।


