বিনা মূল্যে সিগারেট বিতরণে তীব্র সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ নিয়ে চলছে বিতর্ক। সিগারেট স্টল বসানো ও শিক্ষার্থীদের বিতরণের ঘটনার সমালোচনার মুখে পড়েছে ডাকসু। শনিবার ক্যাম্পাসে কেন্দ্রীয় মাঠে ‘কুয়াশার গান’ কনসার্টের আয়োজন করে। ডাকসুর সঙ্গে সহ আয়োজক ছিল ‘স্পিরিট অব জুলাই’ নামে একটি প্ল্যাটফর্ম। ওই কনসার্টস্থলের মুখে বসানো হয় সিগারেট স্টল ‘ম্যাক্সিম’। সেখানে শিক্ষার্থীদের কাছে সিগারেট বিলানো হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

সমালোচনায় অনেকে সরব হয়েছে সোশাল মিডিয়ায় ।এটা ধূমপান নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন, তাও তুলে ধরছেন তাঁরা। এ ঘটনায় কনসার্টের আয়োজকদের একজন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদিককে দুষছেন শিক্ষার্থীরা। পরে ফেইসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।
কনসার্টে উপস্থিত হয়ে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী গণভোটের পক্ষে প্রচার চালান ও স্লোগান দেন। তখন শিক্ষার্থীদের মধ্য থেকে দৃশ্যত তাঁকে ব্যঙ্গ করে কিছু স্লোগান ওঠে।

প্রশ্নের মুখে ডাকসু, স্লোগান নিয়েও সমালোচনা
মোসাদ্দিক ‘কোটা না মেধা’ স্লোগান দিলে শিক্ষার্থীদের মধ্য থেকে স্লোগান ওঠে ‘কোটা, কোটা’। তিনি ‘গোলামি না সংস্কার’ স্লোগান দিলে পাল্টা স্লোগান আসে ‘গোলামি, গোলামি’। তিনি ‘আপস না সংগ্রাম’ স্লোগান তুললে পাল্টা স্লোগান আসে ‘আপস, আপস’। ‘তুমি কে, আমি কে’ মোসাদ্দিকের এই স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের মধ্য থেকে স্লোগান আসে ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’।