সিনেমায় রাজ-মিম জুটি
২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পায় সিনেমা ‘জীবন অপেরা’। বর্তমানে এই সিনেমায় দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সঙ্গে। এরপরেই নিশ্চিত হওয়া যাবে ‘জীবন অপেরা’ সিনেমায় রাজ-মিম জুটি থাকছেন কিনা।
এর আগে ‘পরাণ’ সিনেমায় এই দুই তারকা জুটি হয়ে অভিনয় করেছেন যা দর্শকদের কাছে প্রশংসা পেয়েছিলো। তবে জীবন অপেরা’ সিনেমাটি নিয়ে এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ নিয়ে শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে ঠিকই, কিন্তু সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান তিনি।

এদিকে বিদ্যা সিনহা মিম বেশ রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। সম্প্রতি মিম তার ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার পাশে থাকা ওই ব্যক্তির মুখ দেখা যায় না কেবল পেছন ফিরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষ মানুষকে দেখা যাচ্ছে। মিম তার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’
মিমের এই পোস্ট নিয়ে ভক্তদের মাঝে নানারকম মন্তব্য দেখা গিয়েছে। অনেকেই মন্তব্যে লিখেছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। আবার কেউ কেউ আরিফিন শুভর নামও উল্লেখ করেছেন। তবে অধিকাংশ মন্তব্যেই বলা হয়েছে, এই লুক ও স্টাইল রাজ ছাড়া আর কারও হওয়ার সম্ভাবনা কম। এছাড়াও সিনেমা নিয়েও মন্তব্য করেছেন ভক্তরা। তাদের ধারণা, এই পোস্ট মূলত ‘জীবন অপেরা’ সিনেমার ইঙ্গিত।

‘জীবন অপেরা’ সিনেমা কোথা থেকে এলো ?
সিনেমাটি একটি উপন্যাস থেকে অনুপ্রাণিত। পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে আগেই। সেই গল্পে কেন্দ্রীয় চরিত্র রফিকের দুই ভিন্ন জীবনের যাতায়াত। তার প্রথম প্রেমিকা শারমিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। বাস্তবতা ও কল্পনার মিশেলে রচিত এই উপন্যাসে প্রেম, অনুভূতি ও মানবিক সিদ্ধান্তের নানা দিক ফুটে উঠেছে।
সরকারি অনুদানে নির্মাণ হতে যাওয়া এই সিনেমাটি মূলধারার দর্শকদের কথা মাথায় রেখেই নির্মিত হচ্ছে। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের আশা, অনুদানের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ যুক্ত করে সিনেমাটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কাঠামোয় নির্মাণ ও উপস্থাপন করা হবে।
