সানীর আবেগঘন ভিডিওতে শাবনূর-মৌসুমী
সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা শাবনূর ও মৌসুমীর একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়ক ওমর সানী। সেখানে শাবনূর-মৌসুমীর সঙ্গে খুনসুঁটিতে মেতে উঠেন ওমর সানি। ভিডিওটি প্রকাশ করে দুই সহশিল্পীর প্রতি ভালোবাসা ও দোয়ার কথা জানান তিনি।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রায় ৩ মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করেন চিত্রনায়ক ওময় সানী। সেখানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাবনূর ও মৌসুমীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন তিনি। আলাপচারিতার এক পর্যায়ে পুরোনো দিনের স্মৃতি, হাসি-ঠাট্টা আর খুনসুঁটিতে মেতে ওঠেন তিনজন।
ডিডিও কলে ওমর সানীকে মৌসুমী মজা করে বলেন, ‘আমরা যেন একসাথে থাকতে পারি শেষ বয়সে সে দোয়া করো। আমরা পাশাপাশি বাড়ি কিনে একসাথে থাকবো’।

ভিডিও কল শেষে দর্শকদের উদ্দেশে কথা বলতে গিয়ে ওমর সানী বলেন, ‘মৌসুমী ও শাবনূরকে দেখলেন। তখন থেকে এখন অবধি সে ভালোবাসা, সে স্নেহ, বান্ধবীসুলভ আচরণ এবং হৃদ্যতা এরকমই আছে। এখনকার শিল্পীদের মধ্যে আছে কিনা আমি জানি না। তবে এ সম্পর্ক এভাবেই থাকবে, এটুকু আমি বলতে পারি। দুজনকেই আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা। তোমাদের সবাইকে ভালোবাসি।’

১৯৯০ এর দশকে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমী ও শাবনূর ছিলেন সবচেয়ে আলোচিত দুই নায়িকা। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহর বিপরীতে চলচ্চিত্রে অভিষেক ঘটে মৌসুমীর।
একই বছর পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন শাবনূর। পরের বছর ১৯৯৪ সালে ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ-শাবনূর জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, যা তাঁকে দ্রুত শীর্ষ নায়িকার কাতারে পৌঁছে দেয়।