সালমার সম্মান-মর্যাদা অটুট থাকবে: সানাউল্লাহ
সাত বছরের মাথায় বিচ্ছেদ হয়েছে কণ্ঠশিল্পী ও ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মৌসুমী আক্তার সালমার। ২০১৮ সালের শেষ দিনে পারিবারিক আয়োজনে বিয়ে করেন সালমা। প্রথম সংসারের বিচ্ছেদের সাড়ে তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন এই গায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, সানাউল্লাহ। জানান, পারস্পরিক সম্মতিতেই তাদের বিচ্ছেদ হয়েছে।

ফেসবুকে পোস্টে সানাউল্লাহর লিখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ন রেখে আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম। আশা করছি, এই বিষয়টা নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।’
ফেসবুক পোস্টের শেষে লিখেছেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। সর্বোপরি কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চিরকৃতজ্ঞ!’

মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাবো: সালমা
বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে চান না সালমা। তিনি জানান, মানসিকভাবে ভালো নেই। তবে, সাবেকের জন্য জানিয়েছেন শুভকামনা। কণ্ঠশিল্পী বলেন, ‘আমার জায়গা থেকে কিছুই হয়নি। যা হয়েছে তিনি করেছেন। তাই কেন হলো, আমি কিছুই বলতে পারব না।’

সাবেককে শুভকামনা জানিয়ে সালমা বলেন, ‘তাঁকে ভালোবেসে ছিলাম, মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব। উনি আমার মেয়ের বাবা, তাঁর প্রতি সম্মান সব সময় থাকবে আমার। তিনি ভালো থাকুক।’
‘ক্লোজআপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ী সালমা। এরপর থেকে নিয়মিতই গানের সঙ্গে আছেন। ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে বিচ্ছেদ হয় ২০১৬ সালে।