মেয়েদের প্রতি টানও ছিল কেট উইন্সলেটের
বিশ্বজুড়ে কেট উইন্সলেটকে বেশিরভাগ মানুষ চেনেন ‘টাইটানিক’ সিনেমার রোজ চরিত্রের মাধ্যমে। তবে, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই স্পষ্টভাষী হলিউডের এই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য টাইটানিক ছবির নায়িকার । অভিজ্ঞতার কথা জানিয়ে নতুন করে আলোচনায় টাইটানিক খ্যাত এই অভিনেত্রী।

এক পডকাস্টে অংশ নিয়ে কেট জানান, জীবনের শুরুর দিকের কিছু অনুভূতি ও অভিজ্ঞতার কথা, যা তিনি আগে কখনও প্রকাশ করেননি। কৈশোরের সময়কার কথা বলতে গিয়ে তিনি বলেন, তখন কৌতূহল ও আবেগের কারণে নারীদের সঙ্গেই তার কিছু ঘনিষ্ঠ মুহূর্ত কেটেছিল। বিষয়টি নিয়ে তিনি একেবারেই সোজাসাপ্টা ভাষায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি কয়েকজন পুরুষকেও চুমু খাওয়ার কথা স্বীকার করেন তিনি।
তবে সেই সময় নিজের অনুভূতি কিংবা পরিচয় নিয়ে তিনি যে পুরোপুরি নিশ্চিত ছিলেন না, সেটাও স্পষ্ট করে বলেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ওই বয়সে নিজেকে বোঝার চেষ্টা করাটাই ছিল সবচেয়ে বড় বিষয়। তবে সেই বয়সে নিজের অনুভূতি ও পরিচয় সম্পর্কে তিনি যে পুরোপুরি নিশ্চিত ছিলেন না, সেটিও স্পষ্ট করেন অভিনেত্রী।

কেট উইন্সলেট বলেন, ওই সময় তাঁর ভেতরে অনেক কৌতূহল কাজ করত। সিনেমার দুই নারীর মধ্যে যে গভীর মানসিক টান দেখানো হয়েছে, সেটি তিনি নিজের অনুভূতি থেকেই বুঝতে পেরেছিলেন। তখন তিনি সেই আবেগের জগতে এতটাই জড়িয়ে পড়েছিলেন যে, পরে তা দুজনের জন্যই ক্ষতিকর হয়ে যায়।তিনি আরও বলেন, সেই সময়ে গড়ে ওঠা সম্পর্কগুলো খুব গভীর হয়। নিজের সেই অভিজ্ঞতাই তাকে পর্দায় ‘জুলিয়েট’ চরিত্রটি সহজে ও জীবন্তভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে।

হেভেনলি ক্রিয়েচার্স দিয়েই কেটের অভিষেক
তবে অস্কারজয়ী এই অভিনেত্রীর অভিনয়জীবনের শুরুটা ছিল ভিন্ন ধারার একটি সিনেমা দিয়ে। ১৯৯৪ সালে নির্মাতা পিটার জ্যাকসনের থ্রিলার ঘরানার ছবি ‘হেভেনলি ক্রিয়েচার্স’ এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।