আবদুন নূর সজল
টেলিভিশন নাটকের পর্দায় সাবলীল অভিনয় ও দীর্ঘ ক্যারিয়ারের কারণে দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম আবদুন নূর সজল। বৈচিত্র্যময় চরিত্রে বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে তিনি ছোট পর্দায় নিজস্ব একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। রোমান্টিক থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক গল্প সব ধরনের চরিত্রেই তার স্বাভাবিক অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করে তিনি আজ দেশের টেলিভিশন অঙ্গনের অন্যতম নির্ভরযোগ্য অভিনয়শিল্পী হিসেবে পরিচিত। সম্প্রতি ম্যাকগাইভার নিয়ে অভিনেতা সজলের স্মৃতিচারণ করেছেন।
ম্যাকগাইভার নিয়ে সজল বলেন, শৈশবের অন্যতম প্রিয় যে চরিত্র তার কাছে আজও স্মৃতিতে জাগ্রত, তা ম্যাকগাইভার। তিন দশক আগে ছোট পর্দায় দেখা এই সিরিয়ালটি তার শৈশবের দুষ্টুমির একাধিক মুহূর্তের জন্ম দিয়েছিল। সম্প্রতি ম্যাকগাইভারের বাংলা ডাবিংয়ে সজল নিজেই ম্যাকগাইভার চরিত্রের কণ্ঠ দিয়েছেন।
ম্যাকগাইভার নিয়ে অভিনেতা সজলের স্মৃতিচারণ
সজল জানান, চরিত্রটিতে কণ্ঠ দেওয়ার জন্য তিনি পরপর দুবার অডিশন দিয়েছিলেন, তবু সুযোগটি হাতছাড়া করতে চাননি। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বললেন,
“ম্যাকগাইভার চরিত্র কখনোই ভুলব না। শৈশবে সিরিয়ালটি দেখে আমরা নানা দুষ্টুমিতে মেতেছি। অনেক বকা ও কান মলা খেয়েছি। এখন ডাবিং করতে করতে সেই দিনগুলোর স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে।”

শৈশবের সেই নেশার মতো সিরিয়াল দেখার গল্পও সজল তুলে ধরলেন। তিনি জানালেন, ভাইবোনদের সঙ্গে এক শিক্ষককে নিয়ে করা একটি ছোট দুষ্টুমির ঘটনা এখনও মনে পড়ে:
“আমাদের তিন ভাইবোনের শিক্ষক কিছুটা কড়া হলেও আদরও করতেন। একবার আমরা সিদ্ধান্ত নিলাম, শিক্ষকের সঙ্গে একটু মজা করব। সিলিং ফ্যানের পাখার ওপর একটি চাবি রেখে দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত চাবি টেবিলের ওপর পড়ে যায়। পরে অবশ্য কান মলাও খেলাম।”
বর্তমানে নাটকের নিয়মিত মুখ হলেও, সজলের ব্যস্ততা সিনেমার শুটিং নিয়েই। তিনি সম্প্রতি শেষ করেছেন ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং, যেখানে তার সহশিল্পী শবনম বুবলী এবং পরিচালক রাশেদা আক্তার। সজল জানান, শিগগিরই নতুন সিনেমার শুটিং ও গানের শুটিং শুরু হবে।
অভিনেতা বলেন,’আপাতত দুটি সিনেমার কাজ নিয়েই ব্যস্ত। এখন দর্শক অনেক বেশি সচেতন, তাই দায়সারা কাজের সুযোগ নেই। চরিত্র, কস্টিউম সব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি, যেন দর্শক নতুন ও ভিন্ন কিছু দেখতে পান।”
শুটিংয়ের ফাঁকে ডাবিং নিয়েও তিনি সক্রিয়। সজল জানান, সিনেমার শুটিং শেষে তিনি পুরো সময় ডাবিং এ ব্যস্ত থাকেন। এ প্রসঙ্গে তিনি বলেন,
“ডাবিং আমি বেশ উপভোগ করি। আজ (মঙ্গলবার) বাংলাভিশন চ্যানেলের জন্য ‘আবদুল হামিদ’ নামে একটি সিরিয়ালের ডাবিং করছি। আগেই বেশ কয়েক পর্ব তৈরি থাকে, তাই ম্যানেজমেন্ট করে কাজ করা হয়।”
সজলের গল্প ও প্রফেশনাল যাত্রা দেখিয়ে দেয়, তিনি কেবল অভিনয়কেই নয়, ডাবিং এবং সিনেমার অন্যান্য শাখাতেও সমানভাবে নিয়োজিত ও প্রতিশ্রুতিশীল একজন শিল্পী।