সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি
নতুন একটি প্রাণ যখন বাড়ির ভেতর জায়গা নেয়, তখন বদলে যায় সময়ের গতি, বদলে যায় প্রতিদিনের তালমেল। আর সেই বদলই এখন সবচেয়ে গভীরভাবে অনুভব করছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আলো ঝলমল গ্ল্যামার দুনিয়ার মাঝে থেকেও তারা আজ যেন একেবারেই অন্য এক পৃথিবীর বাসিন্দা। সায়রার আগমনে বদলে গেছে সিদ্ধার্থ-কিয়ারার দিন ।
সম্প্রতি এই দম্পতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন তাদের মেয়ের নাম, সায়রা। নামের মধ্যেই রয়েছে কোমলতা ও রাজকন্যাসুলভ মাধুর্য। নাম ঘোষণার পরই তারা জানান, সায়রা আসার পরে দিনের হিসাব, রাতের ক্লান্তি, সময়ের গুছিয়ে চলা, সবকিছুই পাল্টে গেছে। এত দ্রুত পরিবর্তনের ভিড়ে তারা নাকি বুঝতেই পারছেন না সময় কীভাবে উড়ে যাচ্ছে।

সায়রার আগমনে বদলে গেছে সিদ্ধার্থ–কিয়ারা
সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা হওয়ার অনুভূতি শেয়ার করতে গিয়ে সিদ্ধার্থ মালহোত্রার ভাষায় ফুটে উঠেছে এক নতুন আবেগ। তিনি লিখেছেন, “একটা ছোট্ট প্রাণ, যে এখনো কথা বলতে শেখেনি। তার সামনে দাঁড়ালেই আমরা দু’জনেই যেন থমকে যাই। কী বলব, কীভাবে বলব, কিছুই বুঝে উঠতে পারি না।‘
তার কথায় স্পষ্ট, এই নীরব অথচ গভীর অভিজ্ঞতা তাদের দু’জনকেই অন্যরকম সুখে ভরিয়ে দিয়েছে।
কথা বলতে না পারা সেই ছোট্ট মানবশিশুর উপস্থিতিই এখন তাদের ঘর, তাদের প্রতিটি সকাল-রাত, এমনকি নিজেদের ভেতরকার সম্পর্ককেও আরও নরম করে দিচ্ছে। সিদ্ধার্থ আরও লিখেন, “যে পরিবর্তন এসেছে, আমরা সেটাতেই ডুবে থাকতে চাই। কিয়ারা যেভাবে মনের জোরে এক নতুন জীবনকে একটু একটু করে গড়ে তুলছে, তাকে আমার কুর্নিশ।”

একজন স্বামী ও নতুন বাবা হিসেবে তার এই স্বীকারোক্তি জানিয়ে দেয়, পরিবারই এখন তাদের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু।
অন্যদিকে কিয়ারাও মেয়েকে নিয়ে প্রতিটি ক্ষণে নতুন অভিজ্ঞতা অর্জন করছেন। মাতৃত্বের ক্লান্তি ও আনন্দ মিলেমিশে তার দিনগুলো তৈরি করছে নতুন ছন্দে। দু’জনেই একসঙ্গে সন্তান লালনপালনের পথে হাঁটছেন ধীরে, যত্নে, ভালোবাসায়।
সায়রার জন্ম শুধু তাদের পরিবারে নয়, পুরো বলিউড মহলে এনে দিয়েছে এক নতুন খুশি। আলোচিত দম্পতির জীবনে এই সুখের পর্ব যেন আরও একবার প্রমাণ করে, তারকারা যতই ব্যস্ত থাকুন না কেন, সন্তানই তাদের জীবনের সবচেয়ে বড় শেখা, সবচেয়ে বড় আনন্দ।
আজ তাদের দিন- রাত কাটে ছোট্ট সায়রার হাসি-কান্না, হাত-পা নেড়ে ওঠা, আর প্রতিটি ভোরে নতুন এক বিস্ময় নিয়ে। জীবনের এই নতুন অধ্যায়কে দুই তারকা বরণ করে নিয়েছেন সম্পূর্ণ হৃদয়ের সকল ভালোবাসা নিয়ে। সন্তানের বাবা-মা পরিচয়টাই এখন তাদের সবচেয়ে বড় পরিচয়।