সংগীতশিল্পী ইমরান মাহমুদুল
সন্তানের বাবা হলেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরান–জেরিন দম্পতির ঘরে জন্ম নেয় ফুটফুটে এক কন্যাসন্তান।
ইমরানের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সোমবার বিকালে নবজাতকের জন্ম হয়। এদিকে মেয়ের জন্মের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেন ইমরান। তিনি লিখেছেন, ‘প্রথমবারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর, সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।’

২০২৩ সালের ২৪ মে পারিবারিক আয়োজনে মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন ইমরান। বিয়ের দেড় বছরের মাথায় তাদের সংসারে এলো নতুন অতিথি।
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশ নেয়ার মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিঙ্গেল গান, সংগীত পরিচালনা এবং প্লেব্যাক শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। গত এক যুগে এই শিল্পী উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। চলচ্চিত্রে প্লেব্যাক গেয়ে ইমরান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।
ইমরান দেশের অসংখ্য তারকা শিল্পীদের সাথে গান গেয়েছেন।