উদিত নারায়ণের জন্মদিন
এই উপমহাদেশের সঙ্গীতপ্রেমীদের মধ্যে উদিত নারায়নের গান শোনেনি এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। তার গাওয়া কিছু গানকে কাল্ট-ক্লাসিক বললেও ভুল হবেনা। মিউজিক জগতে তিনি এক জেনারেশনাল সুপারস্টার। আজ পহেলা ডিসেম্বর বলিউডের সুর সম্রাট উদিত নারায়ণের জন্মদিন । এটি তার ৭১তম জন্মদিন।

নেপালের কাঠমান্ডুর সাধারণ এক পরিবারে জন্ম নেওয়া ছোট্ট উদিত ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় হওয়ার।
বাবা ছিলেন কৃষক, মা ছিলেন লোকশিল্পী। তার মায়ের গানের কন্ঠই ছিল তার শিল্পীসত্তার প্রথম অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই গান ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।
ক্যারিয়ারের শুরুর দিকে ছোটখাটো স্টেজ পারফরম্যান্সে মানুষের মন জয় করে ক্যারিয়ার শুরু করেন তিনি। তবু মিউজিক জগতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন পূরণ করাটা সহজ ছিলনা তার জন্য।
১৯৭১ সালে কাঠমান্ডু রেডিওতে ‘সুন সুন সুন পনভরনি গে তনি ঘুরিয়ো কে তাক’গানটি গাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো মানুষ তার কণ্ঠের প্রতি নজর দেয়। স্থানীয়ভাবে প্রশংসা পেলেও, বড় সুযোগের জন্য তিনি চলে আসেন মুম্বাই।
সেখানে জীবন শুরু হয় কঠোর সংগ্রামের সঙ্গে। একটি হোটেলে চাকরি করে মাত্র ১০০ টাকায় দিন কাটাতে হতো তাকে। দীর্ঘ পরিশ্রমের পর ১৯৮০ সালে আসে তার জীবনের মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত।
সুর সম্রাট উদিত নারায়ণের সফলতা
সিনেমা ‘ঊনিশ-বিশ’এ মহম্মদ রাফির সঙ্গে ‘মিল গায়া’গানটি গেয়ে উদিত নারায়ণ পেলেন বলিউডের লাইম-লাইট। এটাই ছিল তার জীবনের বিগ-ব্রেক। এরপর একের পর এক হিট গান। ‘কুছ কুছ হোতা হ্যায়’,‘স্বদেশ’,‘বীর–জারা’,‘মেলা’,‘ধড়কন’,‘হম সাথ সাথ হ্যায়’,‘তেরে নামের মতো সিনেমায় উদিতের গাওয়া গানগুলো শ্রোতাদের হৃদয়ে স্থায়ী কেটে দেয়।
এরপরে আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। তিনি নিজেকে নিয়ে গেছেন উপমহাদেশের কিংবগন্তি শিল্পীদের কাতারে। তার কণ্ঠের শক্তি, আবেগ ও মাধুর্য তাকে সুর সম্রাট উদিত নারায়ণের রূপান্তরিত করে। কয়েক প্রজন্মের শ্রোতাদের মনে তিনি এখন চিরযৌবনা।
তবে উদিত কেবল গানের জন্যই শিরোনামে থাকেননি। চলতি বছরের শুরুতে এক লাইভ কনসার্টে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় সমালোচনার মুখে পড়েন, যখন একটি ভক্তকে হঠাৎ ঠোঁটে চুম্বন করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয় এবং সামাজিক মাধ্যমে বিতর্ক ছড়ায়।
সাধারণ জীবনের সংগ্রাম, বলিউডে অভিষেক, অসংখ্য হিট গান এবং কখনও বিতর্ক এই সব মিলিয়েই গঠিত হয়েছে উদিত নারায়ণের গল্প। নেপালের ছোট্ট শহর থেকে কোটি কোটি মানুষের হৃদয় জয় করা গায়েকী আজও প্রমাণ করে, অধ্যবসায় ও প্রতিভার মিলনে জন্ম নিতে পারে সত্যিকারের সুরের সম্রাট।