Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫

নারী তারকারা কেন হাতে-গালে নাম্বার লিখে পোস্ট করছেন? 

নারী তারকারা কেন হাতে-গালে নাম্বার লিখে পোস্ট করছেন?
নারী তারকারা কেন হাতে-গালে নাম্বার লিখে পোস্ট করছেন?

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ

শোবিজ তারকারা নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে তারকাদের হাতে, গালে নানা রকম সংখ্যা লিখা পোস্ট ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নারী শোবিজ তারকাদেরকেই এমনটা করতে দেখা যাচ্ছে। নারী তারকারা কেন হাতে-গালে নাম্বার লিখে পোস্ট করছেন?  তা অনেকের মনেই প্রশ্নের উদয় ঘটিয়েছে। নেটিজেনদের আগ্রহ জেগেছে এই সংখ্যা লেখার পেছনের কারণ কী? 

জানা গেছে, নারী তারকারা এটি করছেন ডিজিটাল মাধ্যমে তারকাদের প্রতি সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদ। এই কারণে সংখ্যা লিখে নতুন আন্দোলনে নেমেছেন তারকারা।

নারী তারকারা কেন হাতে-গালে নাম্বার লিখে পোস্ট করছেন?

এই ডিজিটাল আন্দোলনের নাম- ‘মাই নাম্বার, মাই রুলস’। প্রতিদিন সামাজিকমাধ্যমে তারা কতবার সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হন, সেই সংখ্যাই প্রকাশ করছেন নিজেদের ছবির সঙ্গে।

কেন হাতে-গালে নাম্বার লিখে পোস্ট করছেন?

গত ২৫ নভেম্বর নিজের ফেসবুকে এই অভিনব আন্দোলনের সূচনা করেন তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নিজের ছবিতে ‘৯’ লিখে তিনি জানিয়ে দেন, তিনি প্রতিদিন অন্তত ৯টি হয়রানির মুখে পড়েন।

পোস্টে তিশা লেখেন, সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নম্বরের গল্প বলো, আরো জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পারছেন, কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি, তার সবই দেখতে পাচ্ছি।’

সবশেষে হ্যাশট্যাগে তিনি ‘মাই নাম্বার, মাই রুলস’ জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

নারী তারকারা কেন হাতে-গালে নাম্বার লিখে পোস্ট করছেন?

ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে তারকাদের সংখ্যা-ভিত্তিক প্রতিবাদ

এরপরেই এই আন্দোলন তারকাদের মধ্যে জনপ্রিয় ও প্রতিবাদ জানানোর এক অভিনব উপায় হিসেবে ধরা দেয়। ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে তিশার দেখানো এই প্রতিবাদে যুক্ত হয়েছেন চলচ্চিত্র-নাটক-সংগীত তারকাদের অনেকেই। অভিনেত্রী রুনা খানের নম্বর ‘২৪’, শবনম ফারিয়ার ‘১০০০’, প্রার্থনা ফারদিন দীঘির ‘৩’, মৌসুমী হামিদের ‘৭২’, সাজিয়া সুলতানা পুতুলের ‘৯’, আশনা হাবিব ভাবনার ‘৯৯ প্লাস’- এভাবে দৈনিক হয়রানির সংখ্যা প্রকাশ করেছেন তারা।

বিষয়টি নিয়ে রুনা খান বলেন, ‘শুধু তারকা নয়, যেকোনো নারীই সামাজিক মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। গত দশ বছর ধরে সোশ্যাল মিডিয়া যত দ্রুত মানুষের হাতে পৌঁছেছে, তার ব্যবহারবিধি শেখেনি অনেকেই।’

জানা গেছে, ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলনটি টানা ১৬ দিন সামাজিক মাধ্যমে চলবে।  

সম্প্রতি নারী নির্যাতন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তিনি নারী নির্যাতনকে জাতীয় সংকট বলেও উল্লেখ্য করেন। তিনি লিখেন, আপনি যদি সহিংসতার মুখোমুখি হন, আপনি একা নন। সহায়তার জন্য ১০৯ হেল্পলাইনে কল করুন’।এবং সবাইকে আহ্বান জানান নারী নির্যাতন প্রতিরোধ গড়ে তুলতে।

তিনি আরো লিখেন ‘১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে শুধু সচেতনতা বৃদ্ধি নয়, সমাজকে বদলাতে সক্রিয় ভূমিকা নিন। নীরবতা ভাঙুন, সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ান।’

১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ থেকেই মূলত নারী তারকারা হাতে গালে নাম্বার লিখে প্রতিবাদ জানাচ্ছেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বটতলা নাট্যদল নিয়ে আসছে ‘যোজনগন্ধা মায়া’

পরীক্ষণ থিয়েটার মিলনায়তন বটতলা নাট্যদল নিয়ে আসছে ‘যোজনগন্ধা মায়া’ । এটি তাদের নতুন প্রযোজনা। আজ ২৭ নভেম্বর…
বটতলা নাট্যদল নিয়ে আসছে ‘যোজনগন্ধা মায়া’
0
Share