জেফার রহমান
বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে জেফার রহমান মানেই এক ভিন্ন সুরের নাম। গানের ধরণ, স্টাইল, ফ্যাশন সব মিলিয়ে তিনি নিজের মতো করে তরুন প্রজন্মের মনে জায়গা করে নিয়েছেন দারুণভাবে। সাম্প্রতিক এক ভিডিও বার্তায় এই জনপ্রিয় সংগীতশিল্পী জানালেন তার সঙ্গীতজীবনের অজানা অধ্যায়, পর্দার আড়ালের কঠোর পরিশ্রম এবং একজন নারী শিল্পী হিসেবে শিল্পের দুনিয়ায় পথচলার বাস্তবতা। তিনি জানালেন মঞ্চের আলো নয়, আড়ালেই লুকিয়ে থাকে আসল পরিশ্রম।
ভিডিওর শুরুতে জেফার যেন দীর্ঘদিন জমে থাকা আক্ষেপটাই প্রকাশ করলেন। তিনি বলেন, “অনেকে ভাবে, আমি শুধু সাজগোজ করে মঞ্চে উঠি বা ভিডিওতে গান করি। এই ধারণা ভুল তো নয়, কারণ আসলে আমরা যে কতটা প্রস্তুতি নেই, কতখানি পরিশ্রম করি তা তো ক্যামেরার সামনে দেখা যায় না। মানুষ জানবে কী করে?”

এরপরই তিনি জানান, কেবল কণ্ঠ দেওয়ার বাইরেও তার কাজ কতটা বিস্তৃত। জেফারের ভাষায়, “আমি শুধু গাই না, গান বানাই, কম্পোজ করি, সুর করি, লিরিক্স নিয়ে বসি, পুরো গানটার ভিজ্যুয়াল কনসেপ্ট তৈরি করি। কোন গান কোথায় যাবে, কেমন শোনাবে, ভিডিওর পরিকল্পনা সবকিছুই আমি হাতে-কলমে করি। অর্থাৎ আমি পুরো প্রক্রিয়ার ভেতরেই আছি।”
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি জানান তিনি পরের অংশে। অনেকেই জানেন না—এটা বলতে বলতে যেন কিছুটা গর্বও ফুটে ওঠে তার কণ্ঠে। তিনি বলেন, “আমার যত গান আছে, তার অন্তত ৯০ শতাংশ আমার নিজের সুরে। আমি নিজেই সুর করি, নিজেই গাই। লিরিক্সেও আমি যুক্ত থাকি এবং কো-রাইট করি। মানুষ ভাবে আমি শুধু ভোকাল আর্টিস্ট, কিন্তু এর পেছনে আমার আরও অনেক ভূমিকা থাকে।”
আড়ালেই লুকিয়ে থাকে আসল পরিশ্রম
এসব কথা বলার পর জেফার সরাসরি অনুরোধ জানান ভক্তদের কাছে, বিশেষ করে নারী শিল্পীদের জন্য। “দয়া করে আর্টিস্টদের সাপোর্ট করেন, বিশেষ করে নারী আর্টিস্টদের। আমাদের অনেক সামাজিক বাধা পেরিয়ে কাজ করতে হয়। কোথাও কোথাও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। এগুলো সামলে কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন। তখন সাপোর্ট না পেলে মানুষ সত্যিই ডিমোটিভেটেড হয়ে যায়।” তিনি আরো যোগ করেন, মঞ্চের আলো নয়, আড়ালেই লুকিয়ে থাকে আসল পরিশ্রম ।
তার পুরো ভিডিও বার্তায় এক ধরনের তীব্র বাস্তবতা দেখা যায়, শিল্পীর উজ্জ্বলতার পেছনে থাকে অবিরাম শ্রম, পরিকল্পনা, চেষ্টা আর সংগ্রাম। আর নারীদের ক্ষেত্রে এর চাপ আরও বেশি।
জেফারের কথাগুলো তাই শুধু অভিযোগ নয়, এটা শিল্পীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলের আহ্বানও। সাপোর্টের হাত বাড়িয়ে দিলে, বিশেষ করে নারী শিল্পীদের জন্য পথ আরও একটু উন্মুক্ত হতে পারে এমনটাই মনে করিয়ে দিলেন জেফার রহমান।