ছবি প্রদর্শনীতে হঠাৎ হাজির আমির খান
বলিউড সুপারস্টার আমির খান। দুইবার বিচ্ছেদ হয়েছে আমিরের। দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার সুসম্পর্ক আজও বজায় আছে। সন্তানদের সঙ্গেও খোলা মনেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেন এই সুপারস্টার। কিন্তু প্রাক্তনদের সঙ্গে এখনও তাঁর সুসম্পর্ক। বছরের শুরুতেই আমির খান প্রকাশ্যে জানিয়েছেন নতুন সম্পর্কের কথা। গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে ভালো আছেন বলেও জানিয়েছিলেন বলিউড তারকা। তবে, এর মধ্যেই হঠাৎ প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান।

মুম্বই শহরে প্রথম স্ত্রী রিনা দত্তের আঁকা ছবির প্রদর্শনী। উপস্থিত অতিথিরা ব্যস্ত শিল্পকর্ম দেখায়। এমন সময় দরজায় দেখা গেল পরিচিত এক মুখ আমির খান। কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি উপস্থিত হন প্রদর্শনীতে। প্রাক্তন স্বামীকে সামনে দেখে মুহূর্তেই বিস্মিত হন রিনা।
এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে রিনা লিখেছেন, ‘প্রাক্তন যখন চমকে দিয়ে প্রদর্শনীতে হাজির হন। আমার শিল্পকে অনবরত সমর্থন করার জন্য ধন্যবাদ, আমির।’

বিচ্ছেদের পরও পরিবারের পাশে আমির
আমির খান ও রিনা দত্ত ১৯৮৬ সালে বিয়ে করেছিলেন। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান জুনেদ ও ইরা। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের এক ছেলে রয়েছে, নাম আজাদ। ২০২১ সালে এই সম্পর্কও শেষ হয়।দুই সংসারের ইতি তবু পরিবারের প্রতি দায়িত্ববোধে কোনো ভাটা পড়েনি তার।
এখন আমিরের জীবনে আছেন গৌরী স্প্রাত। তিনি গ্ল্যামার দুনিয়ার কেউ নন। তাই নিজের নতুন সম্পর্ককে আলোচনার বাইরে রাখতে চান আমির। তবু গৌরীর সঙ্গে তাকে প্রায়ই দেখা যায়।