Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, নভেম্বর ৯, ২০২৫

২০২৬ সালের গ্র্যামি মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ

২০২৬ সালের গ্র্যামি মনোনয়ন

২০২৬ সালের গ্র্যামি মনোনয়ন

বিশ্ব সংগীতের সবচেয়ে বড় ও অস্কারখ্যাত আসর গ্র্যামি অ্যাওয়ার্ড। সঙ্গীতের সেরা পারফর্মার দের এই পুরস্কার দেয়া হয়। সম্প্রতি ২০২৬ সালের গ্র্যামি মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছেএবারের গ্র্যামিতে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন গতবারের গ্র্যামিপ্রাপ্ত র‍্যাপার কেনড্রিক লামার। এরপরেই আছেন আরেক বিখ্যাত গায়কী লেডি গাগা।

এবারের আসরে প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডসের অন্যতম প্রধান পুরস্কার ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে জায়গা করে নিয়েছে কোরিয়ান কে-পপ।   

কেনড্রিক লামার গত আসরে পাঁচটি পুরস্কার জিতেছিলেন, ২০২৬ সালের মনোনয়ন তালিকায়ও শীর্ষে তিনি। মোট নয়টি মনোনয়ন পেয়েছেন এই গায়ক। ‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘বেস্ট র‍্যাপ অ্যালবাম’, ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘সং অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন লামার।

২০২৬ সালের গ্র্যামি মনোনয়ন
কেনড্রিক লামার

লামারের পরেই সাতটি মনোনয়ন নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লেডি গাগা। সংগীত প্রযোজক সার্কিট এবং জ্যাক আন্তোনফের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। অন্যান্য শীর্ষ মনোনীতদের মধ্যে রয়েছেন সাবরিনা কার্পেন্টার, থমাস এবং ব্যাড বানি, যাদের প্রত্যেকে ছয়টি করে মনোনয়ন পেয়েছেন।

২০২৬ সালের গ্র্যামি মনোনয়ন
লেডি গাগা

২০২৬ সালের গ্র্যামি মনোনয়ন -এ ব্যাড বানি

এদিকে প্রথম স্প্যানিশ-ভাষী শিল্পী হিসেবে গ্র্যামির তিনটি প্রধান বিভাগ (বিগ থ্রি ক্যাটাগরি) অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার এবং রেকর্ড অব দ্য ইয়ার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ব্যাড বানি। রেকর্ড অব দ্য ইয়ার ক্যাটাগরিতে তার গান ‘ডিটিএমএফ’ প্রতিযোগিতা করছে, কার্পেন্টারের ‘ম্যানচাইল্ড’, ডোচির ‘অ্যানিক্সিটি’, বিলি আইলিশের ‘ওয়াইল্ডফ্লাওয়ার’, লেডি গাগার ‘আব্রাক্যাডাব্রা’, লামার ও এসজেডএ-এর ‘লুথার’, চ্যাপেল রোনের ‘দ্য সাভওয়ে’ এবং ব্রুনো মার্স ও রোজের ‘এপিটি’ এর সঙ্গে।  

গতবার ‘বেস্ট নিউ আর্টিস্ট’ পুরস্কার বিজয়ী হয়েছিলেন রোন। সেই রোন এই বছরের মনোনীতদের নাম ঘোষণা করেন। বেস্ট নিউ আর্টিস্ট ক্যাটাগরিতে আছেন অলিভিয়া ডিন, ক্যাটসাই, দ্য মারিয়াস, অ্যাডিসন রে, সোম্বর, থমাস, অ্যালেক্স ওয়ারেন এবং লোলা ইয়াং।

গ্যামিতে এই বছর চালু হয়েছে নতুন দুটি পুরস্কার। একটি, বেস্ট অ্যালবাম কভার। এখানে প্রথমবারের মতো মনোনীত হয়েছেন, ওয়েট লেগ, পারফিউম জিনিয়াস, ব্যাড বানি, ডিজো এবং টাইলর, দ্য ক্রিয়েটর।

আর এবারের মনোনয়ন তালিকায় জায়গা পাননি গ্র্যামির নিয়মিত তারকা টেলর সুইফট। কারণ, তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশ পেয়েছে অক্টোবরে, মনোনয়ন তালিকায় জায়গা পাওয়ার শর্তের লাস্ট মাস ছিলো আগস্ট ২০২৫।  

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনাতে অনুষ্ঠিত হবে আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ডস।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বনানীতে ‘সোলজার’ লুকে শাকিব খান – ভাইরাল নতুন ছবি

নায়ক শাকিব খানকে দেখতে ভক্তদের ভিড় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।  একের পর এক চমক দিচ্ছেন ভক্তদের। …

রাজকীয় লুকে বুবলী – নজর কেড়েছে চিত্রনায়িকা

নতুন লুকে চমকে দিলেন স্টাইল আইকন বুবলী ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। স্টাইল আইকন হিসেবে আলাদা পরিচিতি…
রাজকীয় লুকে বুবলী

জোহরান মামদানিকে প্রিয়াঙ্কার শুভেচ্ছা বার্তা

জোহরান মামদানির সাফল্যে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানিকে…
জোহরান মামদানিকে প্রিয়াঙ্কার শুভেচ্ছা
0
Share