দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেমের গুঞ্জন বহুদিনের। দুজনের মধ্যে সম্পর্কের রহস্য নিয়ে ভক্তদের আগ্রহও ছিল তুঙ্গে। এবার সেই আলোচনার আগুনে যেন ঘি ঢাললেন রাশমিকা নিজেই ।
নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারে জনপ্রিয় সঞ্চালক জগপতিবাবুর শো তে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। অনুষ্ঠানের এক মুহূর্তে সঞ্চালক বিজয়ের প্রসঙ্গ তুলতেই রাশমিকা চুপচাপ হাসলেন এবং আঙুলে থাকা একটি আংটি সবাইকে দেখিয়ে দিলেন।
সঞ্চালকের প্রশ্ন ছিল “বিজয় কি শুধুই বন্ধু?” উত্তরে রাশমিকা কেবল হাসলেন, তারপর বললেন, “প্রতিটি আঙুলেরই আলাদা গল্প আছে, আর এই আংটির পেছনেও আছে বিশেষ একটা ইতিহাস।”
এ দৃশ্য প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। অনেকেই ধরে নিচ্ছেন, রাশমিকার এই আংটিই তাদের বাগদানের প্রমান। গুঞ্জন অনুযায়ী, সম্প্রতি হায়দরাবাদে বিজয়ের বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে নীরবভাবে সম্পন্ন হয়েছে তাদের বাগদান।এদিকে দুজনের ঘনিষ্ঠ সূত্র জানায়, আগামী বছরের শুরুতেই তাদের বিয়ে হতে পারে। যদিও এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি তবে ভক্তরা ইতিমধ্যেই তাদের “নতুন পাওয়ার কাপল” বলে ডাকতে শুরু করেছেন।
উল্লেখ্য, চলতি বছর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন এই তারকা অভিনেত্রী।ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই বছর রাশমিকা অভিনীত বেশ কিছু ছবির কারণে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায় উঠে এসেছে রাশমিকার নাম।