অভিনয়ের মাঝেই থেমে গেল শিল্পীর জীবনপ্রবাহ
শোবিজ দুনিয়ায় নাটকের মঞ্চেই হলো এক নক্ষত্র পতন ঘটছে। এক শিল্পীর মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই আবারও নেমে এলো নতুন এক দুঃসংবাদ। না্ট্যমঞ্চেই ঘটে গেলো এক হৃদয়বিদারক ঘটনা। হঠাৎ করেই অভিনয়ের মঞ্চেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, না ফেরার দেশে শুভাশীষ ঠাকুর । তার মৃত্যুটাও যেন অবিশ্বাস্য! অভিনয়ের মধ্যেই থেমে গেল তার জীবনপ্রবাহ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মঞ্চে সংলাপ বলার সময়ই হঠাৎ করে মৃত্যুবরণ করেন এই অভিনেতা। এ খবর ছড়িয়ে পড়তেই থিয়েটার অঙ্গনসহ পুরো শিল্পী সমাজে নেমে আসে গভীর শোক।
পুরুলিয়ার বাসিন্দা শুভাশীষ ঠাকুর দীর্ঘদিন ধরে থিয়েটার ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। কাঁকসার তপোবন সিটির ২৯ নম্বর টাওয়ারে পরিবারসহ থাকতেন তিনি। সবার কাছেই ছিলেন হাসিখুশি, সহজ-সরল ও বন্ধুবৎসল মানুষ। তাই তার এমন আকস্মিক প্রস্থান শোকের আবহ তৈরি করেছে পুরো এলাকাজুড়ে।
ঘটনাটি ঘটেছে গত ৩ নভেম্বর রাতে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায়। সেদিন তপোবন সিটি আবাসনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত যাত্রার আয়োজন ছিল। সেখানে ‘পরশুরাম’ চরিত্রে অভিনয় করছিলেন শুভাশীষ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মঞ্চে সংলাপ বলার একপর্যায়ে আচমকাই লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো অডিটোরিয়াম।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা পৌঁছানোর পরই জানান, শুভাশীষ আর বেঁচে নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগেই মৃত্যু হয়েছে তার। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে তার পরিবার।