Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

এক যুগ পর মুক্তি পাচ্ছে আরেফিন শুভ–তমা মির্জার সিনেমা

আরেফিন শুভ–তমা মির্জার সিনেমা

এক যুগ পর বড় পর্দায় আরেফিন শুভ ও তমা মির্জা

দাগি’খ্যাত অভিনেত্রী তমা মির্জা বর্তমানে তার ক্যারিয়ারের চূড়ায় আছেন। ওটিটি থেকে শুরু করে রঙিন পর্দা সবখানেই উপস্থিত এই অভিনেত্রী। ওটিটিতে ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সাত নম্বর শুটিং ফ্লোর’ এ অভিনয় করে কেড়েছেন দর্শকদের নজর। এরপর বড় পর্দাতে করেছেন ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র মতো জনপ্রিয় ও হিট সিনেমা। তবে সম্প্রতি আরেফিন শুভ ও তমা মির্জার এক যুগ আগে শুটিং করা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

-এক যুগ পর মুক্তি পাচ্ছে আরেফিন শুভ–তমা মির্জার সিনেমা

কিন্তু বর্তমানে তমা ব্যাপক দর্শকনন্দিত হলেও সিনেমায় তার অভিষেক হয়েছে দেড় দশক আগে। সে সময় অভিনয় করেছিলেন বেশ কিছু সিনেমায়। এসবের মধ্যে এমন সিনেমাও আছে, যেগুলোর শুটিং শেষ হয়নি, আবার কিছু সিনেমার শুটিং শেষ হলেও মুক্তি পায়নি। তেমন একটি সিনেমা ‘মন যে বোঝে না’। এই সিনেমায় তমা অভিনয় করেছিলেন আরিফিন শুভর বিপরীতে।

এক যুগ পর মুক্তি

‘মন যে বোঝে না’ সিনেমাটির শুটিং শুরুর এক যুগ পর ৭ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তবে বদলে গেছে সিনেমার নাম। শুধু তা-ই নয়, বদল হয়েছে পরিচালক ও প্রযোজকও।

২০১৩ সালে শ্রীলঙ্কায় শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। তখন সিনেমাটির নাম ছিল ‘লাভলী: মন বোঝে না’। সিনেমাটি প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের নির্মাণ করার কথা থাকলেও শুটিং শুরুর আগে তিনি সরে আসেন। দ্য রেইন পিকচার্সের ব্যানারে সিনেমার প্রযোজনার দায়িত্বে থাকা ফয়েজুল ইসলাম শাহিনের নির্দেশনায় শুরু হয় শুটিং। দেশে ফিরে তিনি এই সিনেমার দায়িত্ব দেন শাহাদাৎ হোসেন লিটনকে।

এক যুগ পর মুক্তি পাচ্ছে আরেফিন শুভ–তমা মির্জার সিনেমা

শাহাদাৎ হোসেন লিটনের নির্দেশনাতেই এরপর শুটিং হয়েছে। কিন্তু তিনিও একটা সময় শুটিং ছেড়ে দেন। ২০১৬ সালের দিকে শুটিং শেষের খবরও প্রকাশিত হয়েছিল। এরপর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমাটি। তবে সিনেমার পরিচালক ও প্রযোজকের দায়িত্বে নেই আগের কেউ। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রে দেখা যাচ্ছে, ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন আয়েশা সিদ্দিকা। নতুন নাম দেওয়া হয়েছে, ‘মন যে বোঝে না’।

সম্প্রতি সিনেমাটির মুক্তির খবর জানিয়ে পরিচালক আয়েশা সিদ্দিকা ফেসবুকে লেখেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়, আয়েশা সিদ্দিকার পরিচালনায় আসছে এক হৃদয়ছোঁয়া রোমান্টিক ও পারিবারিক গল্প ‘মন যে বোঝে না’। মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর। এই সিনেমার প্রতিটি ফ্রেমে আমরা চেষ্টা করেছি সমাজ, জীবন আর মানুষের অনুভূতির গল্প তুলে ধরতে। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এই যাত্রাকে সার্থক করবে।’

সাবেক নির্মাতার বয়ানে সিনেমা

এ বিষয়ে জানতে চাইলে পরিচালক শাহাদাৎ হোসেন লিটন গণমাধ্যমকে জানান, সিনেমার কিছু অংশের কাজ শেষে তিনি সরে আসেন। পরে আয়েশা সিদ্দিকা এটি শেষ করেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাইলেন না তিনি।

শাহাদাৎ হোসেন লিটন বলেন, ‘১০-১২ বছর আগে যখন এই সিনেমার শুটিং হচ্ছিল, তখন আমি অনেক ব্যস্ত। একের পর এক সিনেমা ছিল আমার হাতে। কিন্তু এই সিনেমার শুটিং বিরতি দিয়ে হচ্ছিল। শিডিউল মেলাতে কষ্ট হয়ে যাচ্ছিল। তাই প্রায় ৪০ ভাগ শুটিংয়ের পর আমি বের হয়ে আসি।’সিনেমার মাঝপথে সরে এলেও মন যে বোঝে না সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন শাহাদাৎ হোসেন লিটন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওটিটিতে আসছে তটিনী-ইয়াশের ফিল্ম ‘তোমার জন্য মন’

ওয়েব ফিল্ম ‘তোমার জন্য মন’ দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। মফস্বলে…
ওটিটিতে আসছে তটিনী-ইয়াশের ফিল্ম ‘তোমার জন্য মন’

ইমরান হাশমীর সিনেমা নিয়ে ধর্ম অবমাননার মামলা

সিনেমা মুক্তির স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট অভিনেত্রী ইয়ামি গৌতম ও অভিনেতা ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘হক’ এ…
ইমরান হাশমীর সিনেমা নিয়ে ধর্ম অবমাননার মামলা

জীবনের করুণ ইতিহাস প্রকাশ্যে আনলেন অভিনেতা আরশাদ ওয়ার্সি

সাক্ষাৎকারে আরশাদ ওয়ার্সি আরশাদ ওয়ার্সি ভারতের কয়েক প্রজন্মের ক্নাছে জনপ্রিয় অভিনেতা। তার দীর্ঘ অভিনয়…
জীবনের করুণ ইতিহাস প্রকাশ্যে আনলেন অভিনেতা আরশাদ ওয়ার্সি
0
Share