রোমান্টিক গল্পে নির্মিত ‘সাইয়ারা’ সিনেমাটি যেমন বক্স অফিসে বাজিমাত করেছে, তেমনি নবাগত জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডারের পর্দার রসায়নও দর্শকদের মন জয় করেছে। তবে এখন আলোচনা শুধু সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নয় , জোর গুঞ্জন উঠেছে পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও।
এতদিন বিষয়টি নিয়ে মুখ না খুললেও এবার সম্পর্কের ইঙ্গিত যেন নিজেরাই দিয়েছেন আহান। অনীত পাড্ডারের ২৩তম জন্মদিনে, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। ছবি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলোতে দেখা যায়, এক সঙ্গীতানুষ্ঠানে চোখ বন্ধ করে সংগীত উপভোগ করছেন আহান। অনীত মাথা রেখেছেন তার কাঁধে। নেটিজেনদের মতে ছবিগুলো ‘সাইয়ারা’ মুক্তির আগের সম্ভবত ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের মুম্বাই কনসার্টে তোলা। ফলে অনুমান, শুটিং চলাকালেই গড়ে উঠেছিল তাদের ঘনিষ্ঠতা।
এদিকে বলিউডের একটি ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, “এই সম্পর্ক একেবারে স্বাভাবিকভাবে গড়ে উঠেছে। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। অনীত অত্যন্ত সাদাসিধে আর মিষ্টি স্বভাবের মেয়ে। শুটিংয়ের সময় ওর খেয়াল রাখত আহান। ধীরে ধীরে তারা পরস্পরের প্রতি গভীর অনুভব গড়ে তোলে।”
যদিও দুই তারকা সরাসরি সম্পর্কের কথা এখন পর্যন্ত স্বীকার করেননি, তবে অনুরাগীদের অনেকেই এখন অপেক্ষায় এই জুটির পরবর্তী ঘোষণা কখন আসে।