দীপিকা পাডুকোন হিজাব পরে
সম্প্রতি বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারো আলোচনার কেন্দ্রে। তবে এবার সিনেমা নয়, বিতর্কে তারা জড়িয়েছেন আবুধাবি সফরের একটি ভিডিও ঘিরে। কটাক্ষের মুখে দীপিকা পাড়ুকোন , ওই ভিডিওতে দেখা যায় দীপিকা পাড়ুকোন হিজাব পরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করছেন, আর পাশে রণবীর কাপুর। রনবীরের মুখে ছিল ঘন দাড়ি। এই ভিন্ন লুক নিয়েই শুরু হয়েছে তীব্র কটাক্ষ ও বিতর্ক।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এটি মূলত আবুধাবি পর্যটন বিভাগের জন্য নির্মিত একটি প্রমোশনাল ভিডিও। বিজ্ঞাপনটির মাধ্যমে দুজনে সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্যকে তুলে ধরেন। এর অংশ হিসেবেই হিজাব পরেন দীপিকা, সম্মান জানাতে শেখ জায়েদ মসজিদ পরিদর্শনের সময়।
মেয়ে হওয়ার পর এই প্রথমবার একসঙ্গে কোনো পেশাদার প্রজেক্টে অংশ নেন এই দম্পতি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। এক পক্ষ দীপিকার হিজাব পরাকে ‘সনাতন ধর্মের অবমাননা’ বলে দাবি করেছেন। কেউ কেউ প্রশ্ন তোলেন দীপিকার ধর্মীয় অবস্থান নিয়েও। তাদের কারও মন্তব্য, ‘হিন্দু হয়ে হিজাব পরা সনাতন ধর্মের অপমান।‘ কেউ বা আবার দীপিকাকে ‘দুমুখো’ বলেও কটাক্ষ করেন। আসলে এটি হিজাব ছিলো না এটি একটি আবায়া।
হিজাব হলো মুসলিম নারীদের চুল, ঘাড়, এমনকি কখনও কখনও কাঁধ ঢেকে রাখার জন্য পরার স্কার্ফের মতো। এটি শরীরের বাকি অংশ ঢেকে রাখে না। হিজাব বিভিন্ন স্টাইল, রঙ এবং কাপড়ে তৈরি করা যেতে পারে। ইসলামের মতে, শালীনতার জন্য মুসলিম নারীরা মূলত চুল ঢেকে রাখার জন্য হিজাব ব্যবহার করেন।
আবায়া পড়লেন দীপিকা পাডুকোন
অন্যদিকে, আবায়া বলতে পুরো পোশাককেই বোঝায়। এটি একটি লম্বা, ঢিলেঢালা পোশাক বা আলখাল্লা যা মুখ, হাত এবং পা ছাড়া কাঁধ থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখে। এটি সাধারণত সাধারণ পোশাকের উপরে পরা হয় এবং প্রায়শই দীপিকা পাড়ুকোনের পরা লাল রঙের মতো কালো বা গাঢ় রঙের হয়। আবায়ার মূল উদ্দেশ্য হলো নারীর শরীরের আকৃতি, অবয়ব ঢেকে শালীনতা বজায় রাখা।
তবে এই সমালোচনায় এগিয়ে আসলেন দীপিকা ও রণবীরের ভক্তরা। তাদের যুক্তি, যখন বিদেশিরা আমাদের মন্দিরে যান, তখন তারাও তো সঠিক পোশাক পরে প্রবেশ করেন। দীপিকা সেই একই সম্মান দেখিয়েছেন। এতে অযথা বিতর্ক করার কী আছে?
সম্প্রতি দীপিকা পাড়ুকোন ও তার স্বামী এবং অভিনেতা রণবীর সিং “এক্সপেরিয়েন্স আবুধাবি”র আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন।
এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মাঝেই ক্যারিয়ারেও চলছে ভিন্ন রকম চাপ। গত দুই বছরে রণবীর সিংয়ের হাতে নেই উল্লেখযোগ্য কোনো প্রজেক্ট। দীপিকাও সাম্প্রতিক সময়ে একাধিক সিনেমা থেকে বাদ পড়েছেন বলে গুঞ্জন রয়েছে।