Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫

খালাতো ভাইকে বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

খালাতো ভাইকে বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

পরিমনির খালাতো ভাই ইসমাইলকে বিয়ে

গত এক দশকের অভিনয় জীবনে দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি জড়িয়েছেন নানা গুঞ্জনে। পরিমনি কখনো চিত্রনায়ক সিয়াম আহমেদ, কখনো তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেম করছেন এমন কথাসহ বহু গুঞ্জনের মুখেই পড়েছিলেন। তবে এছাড়াও উঠে এসেছে পরিমনির খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করার প্রসঙ্গও।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে এসব গুঞ্জন নিয়ে কথা বলেছেন পরীমনি। সেখানে প্রথম বিয়ের বিষয়টিও খোলাসা করলেন আলোচিত এই নায়িকা।

খালাতো ভাইকে বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে রুম্মান রশীদ খান ও পরীমনি মাছরাঙা টিভির সৌজন্যে

অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান প্রশ্ন করেন, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড? পরীমনি হাসতে হাসতে বলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’

পরিমনি কি সিঙ্গেল?

এই মুহূর্তে পরিমনি সিঙ্গেল কিনা জানতে চাইলে পরীমনি বলেন, ‘না।‘ কারও সঙ্গে সম্পর্কে আছে কিনা জানতে চাইলে পরীমনি বলেন ‘জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’ কেন করবে না? ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

মোট কতবার বিয়ে করেছ—এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘একবার’। সঞ্চালক বলেন, শরীফুল রাজের কথা বলছ, তাহলে বাকি বিয়ের কথা কেন আমরা শুনি? পরীমনি বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

খালাতো ভাইকে বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি
পরীমনি

শরীফুল রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ ঘটেছে। শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’

অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমনি এমন —গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। ইসমাইলের সঙ্গে পরীমনির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।

খালাতো ভাই ইসমাইল

ইসমাইল কি তোমার স্বামী ছিলেন , এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ এরপর সঞ্চালক জানতে চান, তুমি কতবার বিয়ে করতে চাও? পরীমনি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’

এর বাইরে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গেও পরীমনির গুঞ্জন ছড়িয়েছিল। সিয়ামের সঙ্গে তোমার গুঞ্জন উঠল কেন? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘আমি জানি না। বিশ্বাস করেন, এই একটামাত্র মানুষের সঙ্গে আমার সবচেয়ে কোজি (সাবলীল) রিলেশনশিপ আছে না, ওটাই আছে। সারাক্ষণ যে ফোনে কথা হয়, ওই রকমও না।’

প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরীমনির জন্য নতুন কোনো ঘটনা নয়। আবার এ সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা। প্রেমিকসহ কাছের কয়েকজনকে নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন। হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন পরীমনি। শোনা যায়, অভিনেত্রীর প্রথম বিয়ে হয় কৈশোর পেরোনোর পরপরই। তবে সেই সংসার টিকেছিল অল্প সময়। আলোচনায় খুব বেশি না এলেও এটি তার জীবনের এক অপ্রকাশিত অধ্যায় ছিল এত দিন। পরে ২০১২ সালে পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে প্রেম ও বিয়ের খবর শোনা যায়। তবে এ সম্পর্কও বেশি দিন টেকেনি। ব্যক্তিগত মতভেদের কারণে তাদের পথ আলাদা হয়ে যায়।

দত্তক সন্তান

চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। পরীমনি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তার মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঝেমধ্যে সন্তানের কারণে চলচ্চিত্রের এই দুই তারকার দেখা হয় বলে জানা গেছে। তবে পরী ও রাজের সন্তান ছাড়াও পরিমনি আরেকটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তির পরই নেটফ্লিক্সে বিপর্যয়

নেটফ্লিক্সে বিপর্যয়ে ভোগান্তি হাজারো দর্শকের বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার…
‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তির পরই নেটফ্লিক্সে বিপর্যয়

মোশাররফ করিমের ‘ডিমলাইট’ – প্রথমবার স্ট্যান্ড-আপ কমেডিয়ান

‘ডিমলাইট’ এ স্ট্যান্ড-আপ কমেডিয়ান বহু বছর ধরেই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মুগ্ধ…
মোশাররফ করিমের ‘ডিমলাইট’

ডিয়েগো ম্যারাডোনার জীবনী নিয়ে অ্যানিমেশন সিরিজ

ডিয়েগো ম্যারাডোনার জীবনী ফুটবল ইতিহাসে যেসব নাম যুগ যুগ ধরে আলো ছড়িয়েছে, ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা তাদের…
ডিয়েগো ম্যারাডোনার জীবনী নিয়ে অ্যানিমেশন সিরিজ
0
Share