আট বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করল দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ‘ভালোবাসাসমগ্র’ নামের অ্যালবামটিতে রয়েছে নতুন ১০টি গান। গানগুলোর কথা লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি।
জানা গেছে, এখন থেকে স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যালবামের গানগুলো শোনা যাবে। এরই মধ্যে প্রথম গান ‘দামি’র ভিডিও প্রকাশ পেয়েছে। শিগগিরই আরও দুটি গানের ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে।
চিরকুট ২০০২ সালে গঠিত হয়। রক ব্যান্ড হলেও এতে লোকগান, ফোক-ফিউশন, সুফি এবং আধুনিক ধারার সংগীতের একরকম মিশেল আছে।
ব্যান্ডের ভোকাল সুমি বলেন ‘২৩ বছরের যাত্রায় আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের শ্রোতা। তাঁরাই আমাদের পাশে ছিলেন, প্রতিকূল সময়েও এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন। ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবাম সেই ভালোবাসারই উত্তর—একটি সামগ্রিক ভালোবাসার দলিল’।
তিনি আরও বলেন, ‘এই অ্যালবামে আমাদের ভাবনা ও কাজের নিখাদ প্রতিফলন রয়েছে। হৃদয়ের গভীর থেকে এসেছে প্রতিটি গান। যে কথাগুলো অন্তর থেকে উঠে এসেছে, যে সুর মনে বেজেছে, সেগুলোই গান হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, শ্রোতারা গানগুলো শুনেও তা অনুভব করতে পারবেন।’
এ অ্যালবামটি ব্যান্ডের বর্তমান চার সদস্য প্রান্ত, দিব্য, ইয়ার আর শুভ্রর জীবনের প্রথম পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম।
এছাড়াও চিরকুটের উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে ‘চিরকুটনামা’, ‘যাদুর শহর’ ও ‘উধাও’।