আজ চিত্রনায়ক ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিন। ২৮শে মার্চ দিবাগত রাত ১২টা থেকেই অভিনেতার ভক্ত, শুভাকাঙ্ক্ষী, সহশিল্পী ও বিনোদন অঙ্গনের মানুষেরা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আসছেন। শুভেচ্ছা জানাতে দেরি করেননি শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। গতকাল রাতে কাছাকাছি সময়ে এই দুই চিত্রনায়িকা শাকিব খানকে নিয়ে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভালোবাসার ইমোজি দিয়ে বুঝিয়েছেন শাকিবের প্রতি তাদের ভালোবাসার কথাও।
শাকিব খানের সাথে বিয়ে হয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর। এই দুই নায়িকার সন্তানের বাবাও তিনি। তবে কারও সাথেই সংসারজীবন স্থায়ী হয়নি শাকিব খানের। এই তারকা গণমাধ্যমকে জানিয়েছেন, অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই তার জীবনে অতীত।
তবে তার দুই সাবেক স্ত্রীর ভালোবাসা এখনো যে কমেনি এবারের জন্মদিনে দেওয়া ফেসবুক পোস্টে তা স্পষ্ট। জন্মদিনের প্রথম প্রহরে শাকিবকে শুভেচ্ছা জানালেন অপু ও বুবলী। সিনেমার দৃশ্যে দুজনার একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান’। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘আমার শাহরুখ খান’।
এদিকে সাবেক স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে শাকিব খানের স্থিরচিত্র দিয়ে একটি ফটোকার্ড বানিয়ে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন শাকিব খান, বাংলা চলচ্চিত্রজগতের মহারাজা’। একই ফটোকার্ড নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে সেই লেখার সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক শাকিব খানের। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালনায় শাকিব খানের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে জুটি বাঁধেন অপু বিশ্বাস। এরপর শাকিব খানের সাথে জুটি হয়ে ৮০টির মতো সিনেমা করেছেন অপু বিশ্বাস।
অন্যদিকে ২০১৬ সালে ‘বসগিরি’ ছবি দিয়ে শাকিব খানের বিপরীতে জুটি হন শবনম বুবলী। প্রথম ছবি মুক্তির পর শাকিব খানের সাথে ডজনখানেক ছবিতে অভিনয় করেন বুবলী। ২০২৩ সালে তাদের সর্বশেষ চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’মুক্তি পায়। তবে এই তিনজনের কারো সাথে কারোর’ই সিনেমা আপাতত নেই।