শনিবার, ৯ মার্চ ছিল ভারতের প্রথম ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই আয়োজনে কারলি টেলসের কর্ণধার, ট্রাভেল ও লাইফস্টাইল নিয়ে কন্টেন্ট বানান যিনি সেই কামিয়া জানি পেলেন পুরস্কার। তার ক্যাটেগরিও- ভ্রমণে কন্টেন্ট তৈরি।
২০টি ক্যাটাগরিতে দেড় লাখের বেশি মনোনয়ন জমা পড়ে। এরপর ডিজিটাল ক্রিয়েটরদের ভোটিং পর্বে প্রায় ১০ লাখ ভোট পড়ে। এর ফলে তিনজন আন্তর্জাতিক ক্রিয়েটরসহ ২৩ জন বিজয়ী নির্বাচিত হন।
এই তালিকায় বাঙালির নাম নেই বলে সমালোচনাও হচ্ছে। কিন্তু সাফল্যের পালকে ভাসছেন কারলি টেলসের কামিয়া।