নতুন ব্যবসা নিয়ে ব্যস্ত অপু মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়। নির্মাতা সালমান হায়দারের পরিচালনায় বঙ্গবন্ধুর পরিবারের সবচেয়ে ছোট সদস্য শেখ রাসেলের গল্প নিয়ে নির্মিত ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপু বিশ্বাসকে।
১৩ জানুয়ারি নির্মাতা তার ফেসবুকে অপু বিশ্বাসের সাথে একটি ছবি পোস্ট করে লেখেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে কাজ করবেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।”
সিনেমা নিয়ে নির্মাতা সালমান হায়দার জানান, “এখানে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করবো। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।” অভিনেত্রীর পারিশ্রমিক নেয়ার বিষয়ে তিনি বলেন, “এখানে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। তাকে নামে মাত্র ১০০ টাকা দিয়ে সিনেমায় যুক্ত করেছি।”
উল্লেখ্য, আসন্ন ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় অপু বিশ্বাস ছাড়াও থাকছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজাসহ আরও অনেকে। তবে শেখ রাসেল চরিত্রের জন্য এখনও কোন শিশু শিল্পী নির্বাচিত করা হয়নি বলে জানিয়েছেন নির্মাতা।