তারকাদের বার্তায় বিজয়ের গর্ব-দেশপ্রেম
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দেশজুড়ে নানা আয়োজনে উদযাপন হয়েছে দিনটি। বিজয়ের গৌরবে ভাসছে শোবিজ অঙ্গন। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বিজয়ের চেতনা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তারকারা। লাল-সবুজের রঙে সাজানো ছবি ও হৃদয়ছোঁয়া শুভেচ্ছা বার্তায় দিবস উদযাপন করেছেন চিত্রনায়ক শাকিব খান, চিত্রনায়িকা শাবনূর, শবনম বুবলী, জয়া আহসান, কুসুম শিকদার, তৌসিফ মাহবুবসহ আরও অনেক তারকা। তাদের এই বার্তা ও প্রকাশ ভঙ্গিতে ফুটে উঠেছে বিজয়ের গর্ব, মুক্তিযুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশপ্রেমের অনুভূতি।
বাংলাদেশকে বিশ্বময় ছড়াতে চান শাকিব
শাকিব খান ভিডিও বার্তায় বলেন, ‘এই বিজয় দিবসে আমাদের দৃঢ় শপথ হবে, নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে প্রতিটি সেক্টরে বিজয়ী হওয়া। বাংলাদেশ নামের ফুলের গন্ধে সুরভিত হোক গোটা পৃথিবী। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা’।

বিজয় দিবসে শহীদদের স্মরণ শাবনূরের
চিত্রনায়িকা শাবনূর লিখেছেন, ‘আজ ১৬ই ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। লাখো শহীদের রক্ত ও সীমাহীন ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাদের আত্মবলিদানের ফলেই আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে সেইসব বীর শহীদদের স্মরণ করছি, যাঁদের ত্যাগ চিরকাল আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।বাংলাদেশ চিরজীবী হোক।’

বিজয় দিবসে সন্তানের সঙ্গে বুবলীর বার্তা
চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদযাপন করেছেন একটু ভিন্নভাবে। নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তিনি যেন আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। লাল-সবুজে মোড়ানো সেই স্নিগ্ধ মা-ছেলের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

বিজয় দিবস নিয়ে জয়া আহসানের ভাবনা
জয়া আহসান বিজয় দিবসকে কেবল একটি দিনের উদযাপন হিসেবে নয়, বরং এক অবিরাম সংগ্রামের প্রতীক হিসেবে দেখছেন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় এই অভিনেত্রী লিখেছেন, ‘বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছো বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।’

ভক্তদের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগ করলেন কুসুম
জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও বিজয় দিবসের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত হলেও আন্তরিক এক পোস্টে তিনি লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
লাল-সবুজে ভালোবাসার বার্তা তৌসিফের
আরেক অভিনেতা তৌসিফ মাহবুব গায়ে পতাকা জড়িয়ে ছবি পোস্ট করে লিখেছেন, আমি তোমাকে ভালোবাসি বাংলাদেশ।

বিজয় দিবসে তানজিলা মিথিলার দেশ নিয়ে গর্ব
মিস ইউনিভার্সের মঞ্চে সাড়া ফেলে দেয়া বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া মিথিলা একটি ভিডিও ক্লিপ শেয়ার করে লিখেছেন,“আমার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি।

লাল-সবুজ শুধু রঙ নয়, স্বপ্নের ইতিহাস: প্রিয়া
মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, এই লাল সবুজ শুধু রঙ নয়, এটা রক্ত আর স্বপ্নের ইতিহাস। যাদের ত্যাগে আজ আমরা স্বাধীন, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না। বিজয় মানে অহংকার নয়, বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া। শ্রদ্ধায় শহীদদের, ভালোবাসায় বাংলাদেশ। শুভ বিজয় দিবস।”